বিকেলের রোদ্দুর ছুঁয়ে তোমার পা, তুমি আসছো হয়তো,
পথিকের পায়ে হাঁটার শব্দ কান পেতে শুনি, সে কী তুমি?
বৃষ্টির পর রোদ্দুর, কেমন মাতাল আবেশ, সোঁধা গন্ধ
তুমি আসছো বোধয় পায়ে হেঁটে, শব্দ ক্রমশঃ স্বচ্ছ।
আমি পিছু ফিরে তাকাতেই তুমি, লাজুক চোখ
সহস্র বছর পর বুঝি তুমি প্রেমের নদীতে কাঁটতে এসেছো সাঁতার
অঙ্গে সুখ শিহরণ, চুপচাপ, কথারা ফুরিয়ে গেল সহসা
আমরা হারিয়ে ফেলেছি সেই উচ্ছলতা......
অকপটে ভালোবাসি বলে ফেলার সাহস।
নাটাই ছেঁড়া ঘুড়ি আমরা, সম্পর্কের সুতো কবেই গিয়েছে ছিঁড়ে
দ্বিধাদ্বন্দ্ব রেখে মনে পথ আগাচ্ছি, কথা নেই ঠোঁটে
জীবনের তারুণ্য মুহূর্তগুলো এভাবে ফুরিয়ে যাবে ভাবিনি
ইচ্ছে করে রোজ রাতে ডুবে যাই প্রেমে
কী হাহাকার বুকে, হয়তো তোমারও।
না বলতে বলতে , কথা না বলার অভ্যাস হয়ে গেল তৈরী
আজ মুখোমুখি অথচ কথারা হারিয়েছে
তবুও এসেছো.....কিছুক্ষণ না হয় মন ছুঁয়ে থাকি
ঠোঁটে না থাকুক আজ কথার ফুলঝুরি
অনুভবে খুঁজে নিই ভালোবাসা।
©কাজী ফাতেমা ছবি
০৩-০৬-২৪
(কাল্পনিক লেখা এসব)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৫ বিকাল ৩:০৪