
কেউ কী রাখে খবর, কিছু অবহেলায় কত মনের শুভ্রতা হারায়.
কেউ কী জানে প্রেমের ঘ্রাণ ধুয়ে যায় চোখের লোনা জলে!
কেউ কী রেখেছে খোঁজ, কত তুমুল কষ্ট ঘুর্ণি মন পাড়ায়;
কেউ কী শুনেছে কান পেতে, কত মনের হাহাকার, ভালোবাসার ছলে?
কত শুদ্ধতা হারায় অবেলা কষ্টের বৃষ্টি ঝরলেই জীবনে,
কত পবিত্রতা গুমরে কাঁদে জানে না কেউ, মন ভুবনে।
কেউ অবহেলায় রেখে ভালোবাসা, মৌ পোকা হয় অন্য মন বাগে,
যে বাসে না ভালো তাকেই বেসে ভালো মানুষ কষ্টে কাতরায়
অভিমান রাগ অনুরাগে।
কেউ শুদ্ধ জীবনের খুঁজে হন্যে হয়ে মরে,
কেউ পরকিয়ায় মন মাতাল করে সুখ টানে মন ঘরে,
কেউ পবিত্র সম্পর্কে বিশ্বাস রেখে হাঁটে ভবিতব্যের পথে,
যে চায় শুদ্ধ ভালোবাসা, সময় তাকেই উঠায় বিষাদের রথে।
©কাজী ফাতেমা ছবি
৩০-০৬-২০২১
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



