
এমন আচরণ করো না, যাতে আপনজন’রা কষ্টে উঠে কুঁকড়ে,
বেহুদা রেগে হয়ো না আগুন, যাতে ভবিষ্যতে তোমাকেই খায় কুরে;
এমন রাগ দেখিয়ো না, সে রাগ দেখে অন্যদের-ভয়ে আত্মা কাঁপে,
মেরো না কাউকে অযথাই বিষ কথার উত্তাপে।
মন তো মসজিদ, সে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ো না অযথা,
কষ্ট যে হয় বুমেরাং,
একদিন তীর হয়ে বিঁধবে বুকে অন্যের বিষ কথা;
রাগ সামলে নাও, নিজেকে কষ্ট দাও, নেই ক্ষতি,
অন্যের মন বিষাদে ভরিয়ে, টেনো না সম্পর্কে যতি!
কারো চোখের জল, তোমার জন্য হয়ে উঠতে পারে অভিশাপ,
ভুলেও করো না এমন পাপ;
তোমার মনের সাথে মিলবে মন,করো না এ আশা;
তুমিও যেমন কঠিন, অন্যের মনেও তেমন পাথরে ঠাসা।
লাভ নেই এসব করে, কেউ অবুঝ হয়, কেউ হয় দুরন্ধর
বাহিরে কারো মিষ্টি বুলি অথচ বিষে ভরা অন্তর;
এসব পাশ কাটিয়ে, তোমায় থাকতে হবে ভালো,
তুমি কেমন সেটাই বিবেচ্য, তোমার মনে রাখো মানবতার আলো।
কষ্টগুলো ফিরে আসে বলছি আবারও
যে যা’ই করো- থেকে যায় তা নিজের জন্য,
করো না মনের রঙ অহংকারে গাঢ়;
ঝাঁঝালো তেজ বুলি করো পরিহার,
বৃথাই করো না ঠোঁটের মূল্যবান বাণীর অপব্যবহার।
রাগ উঠতেই পারে, তাকাও মাটি পানে
হজম করো, অথবা চলে যাও প্রকৃতির টানে,
করো না ভুল বুঝাবুঝির সৃষ্টি,
কেউ যদি ঝাঁঝা রোদ্দুর বুলি ছাড়ে-তুমি ছাড়ো বৃষ্টি।
বদদোয়া কেন নিতে চাও ঘাড়ে,
যেমন কর্ম করো, ফল তো তারই পাবে, এপারে অথবা ওপারে,
নিজের উপর কনফিডেন্স বাড়াও, ভালো করেছো না মন্দ শুয়ে ভাবো,
আজই শপথ করো, বলো আল্লাহ স্বভাব চরিত্র,
তিতে বাৎচিত সব বাদ দিয়ে আমি বদলাবো।
©কাজী ফাতেমা ছবি
২০/০৭/২০২০
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




