
নামাজ ভুলে কেমনে মানুষ, থাকো সারাবেলা
রঙ্গ রসে দিন কেটে যায়, ভাসাও সুখের ভেলা,
তোমার পাশে পড়ে নামাজ, তুমি বসে থাকো
বিমুখ হয়ে নামাজ হতে, মনে মোহ আঁকো।
দেখাদেখি পড়ো নামাজ, এক ওয়াক্ত মাত্র,
আল্লা'র কাছে মানুষ তুমি, উপহাসের পাত্র,
ঠাট্টা করো নামাজ নিয়ে, কলজে কত বড়,
সময় থাকতে পাঁচ ওয়াক্ত, নামাজ এবার ধরো।
খাচ্ছো দাচ্ছো করছো ফূর্তি, সময় কত পাচ্ছো
শুয়ে তুমি আরাম বিছনায়, সুখের গানও গাচ্ছো,
পড়তে নামাজ পাওনা সময়, শ 'বাহানা আঁটো,
নামাজ ছেড়ে তবু কেন, পাপের পথে হাঁটো।
মুঠোফোনের ইন্টারনেটে, পার করছো ক্ষণ হাজার,
বসাও তুমি আপন মনে, সেথায় গেমের বাজার,
আযান হলে রাখো না ফোন, নামাজ থাকো ভুলে,
আমলনামায় রাখলে তুমি, পাপই কেবল তুলে।
রান্না করো মনোযোগে, সংসার করো সুখে,
লও না একবার আল্লাহর নাম, নারী তুমি মুখে,
বাচ্চা পালো স্কুলেও যাও, দায়িত্ব হয় পালন
মনে তবু করো না হায়, আল্লাহকে লালন।
টিভি দেখো সন্ধ্যা হলে, নামাজ দূরে রেখে,
নিলে নারী নিত্য দিনই, চোখে মোহ মেখে,
জায়নামাজে ঠাঁয় দাঁড়াও না, একবারও ভুল করে
থাকলে কেবল সুখ শান্তিতে ইহ নিয়ে পড়ে।
নামাজ নিয়ে বললে কথা, পাই না সময় বলো,
ভ্রান্তি চোখে নিয়ে তুমি, পাপের পথে চলো,
যাও না শুধরে থাকতে সময়, মনকে করো শুদ্ধ,
নামাজ পড়ে দাও না করে, শয়তানের পথ রুদ্ধ।
©কাজী ফাতেমা ছবি
২৪/০৮/২০১৯
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



