
মুসলমানের ঘরে যে নিয়েছো জন্ম - ভুলে গেলে?
উড়ছো দুনিয়ার সুখে - মোহ আকাশে ডানা মেলে;
ইসলামের বিধি নিষেধ মানতে নারাজ
যেগুলো মানা একটু কষ্টের কাজ?
যে বিধি নিষেধ মানলে দুনিয়ার মোহে হওয়া যাবে না আচ্ছন্ন;
যে হারামে বাধা বিপত্তি, সে হারামেই সুখ খুঁজে হও ধন্য;
যে নিয়মে জীবন পার করলে পরকালে সুখ শান্তি
সে নিয়মে পড়তে চাও না বাধা....পথ খুঁজো ভ্রান্তি ।
শালীনতার বুকে পা রেখে হাঁটো পথ - অশালীন বেশে,
বিদায় জানাও ইসলামের বিধি নিষেধ.....হেসে হেসে;
দুনিয়ার সুখে যা বাধা বিপত্তি,মোহ ছুঁতে অসুবিধা
ইসলামের বিরুদ্ধে কথা বলতে তখন নেই অল্প দ্বিধা!
কী করে সে বিধি নিষেধ হালাল করা যায়,দলিল খুঁজো
জাল হাদিস তুলে ধরো, হারামেই মন গুঁজো।
সত্যের পথে চলতে গেলে, মোহকে জানাতে হয় বিদায়
পাঁচ ওয়াক্ত নামাজ করতে হয় আদায়,
সেখানেই বিপত্তি, সেখানেই তোমাদের জ্বালাপোড়া;
কত হাদিস বলো হারামের পক্ষে, সব মনগড়া।
মানবিক হৃদয় হলেই কেবল চলবে না,
ইসলামের বিধি নিষেধ না মানো যদি
ভেবো না এ - কখনো, জান্নাত তোমার জন্য তৈরী,
জান্নাত পেতে হলে মোহ করতে হয় ত্যাগ,
আল্লাহর ইবাদত করতে হয় নিরবধি।
ইহকাল আছে, আছে পরকাল,আর মরণকাল
একদিন তোমাদের জীবনেও নামবে অকাল;
দুনিয়ার সুখে আচ্ছন্ন যারা, মরণে হারাবে সব
আর পারবে না বসাতে দুনিয়ায়- মোহের উৎসব;
পাপ পুণ্যির বিচার হবে শুরু,দিতে হবে ভালো মন্দের উত্তর
যদি পরকালে শান্তি চাও তবে নিজেকে বদলাও সত্বর ।
======================================
©কাজী ফাতেমা ছবি
০২/১২/২৪
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


