
ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।
সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার নিবিড় ছায়া যেনো বিনয়াবনত,
বটরে শিখরে বসে কেটেছে বিনোদ মুহুর্ত;
শিউলীর ঘ্রাণ, পরগাছা নীল বেগুনী অর্কিডের ছোঁয়া...
প্রভাতের শিশির ভেজা ঘাস,
রোদেলা দুপুরে ছিপে মাছ ধরা,
টিপ টিপ বাদল ঝরে অন্তঃপুরে,
স্মৃতিগুলো বিস্রুত হয়ে যায় অতীতে।
মনোহর দিনগুলি তাড়া করে অহর্নিশ..
মুহুর্তেই হয়ে উঠি কিশোরী....
ফিরে যাই সেই রোদেলা দুপুরের দোয়েল সময়ে;
আচম্বিতে ডিজিটাল যুগের বেতাল সুর
বিদীর্ণ করে দেয় ভালোবাসা দিনের,
ব্যাকুল হই;
ফিরে আসি আবার যান্ত্রিক কাক ডাকা এই শহরে।
========================
©কাজী ফাতেমা ছবি
২১/০১/২০১৪
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


