সম্প্রতি জানা গেছে, অনলাইন যোগাযোগ ব্যবস্থাকে পাল্টে দেবার প্রতিশ্রুতি নিয়ে চালু হওয়া গুগল ওয়েভ বছর না পেরুতেই বন্ধ হয়ে যাচ্ছে। আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থতার কারণেই গুগল ওয়েভ বন্ধ হয়ে যাচ্ছে বলে গুগল জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এক বছর আগে চালু হওয়া এই পণ্যটি সম্পর্কে গুগল জানিয়েছিলো ‘বর্তমান সময়ে যদি ইমেইল চালু হতো তবে তা গুগল ওয়েভ-এর মতোই হতো। এতে রয়েছে ই-মেইল, ইনস্ট্যান্ট মেসেজিং, এবং রিয়েল টাইমে ডকুমেন্ট আদান-প্রদানের ব্যবস্থাও। তাছাড়া গুগল ওয়েভে দু’জন ব্যবহারকারী একই সঙ্গে নির্দিষ্ট ডকুমেন্ট সম্পাদনার কাজও করতে পারেন।
জানা গেছে, গুগল ওয়েভ তৈরিতে কাজ করেছেন জেন রেসমুসেন ও লার্স রেসমুসেন ভ্রাতৃদ্বয়। গুগল ম্যাপ তৈরিতেও তারা কাজ করেছিলেন।
গুগল জানিয়েছে, তারা নতুন পণ্য গুগল ওয়েভে আগ্রহ হারিয়ে ফেলেছে। এটি এখন অন্য প্রকল্পে যুক্ত হতে পারে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বেশ উৎসাহ নিয়েই গুগল ওয়েভ শুরু করেছিলো গুগল। কিন্তু বছর না পেরুতেই তাদের সেই উৎসাহে ভাটা পড়ে গেছে। আর আশানুরূপ জনপ্রিয়তা না পাওয়ার কারণে শেষপর্যন্ত গুগলওয়েভকে তারা বন্ধ করে দিতে বাধ্যই হচ্ছে।
এদিকে গুগল সিইও এরিক স্মিড জানিয়েছেন, আমরা গুগল ওয়েভের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চাই। আমরা এমন কিছু করার চেষ্টা করেছি যাতে মানুষ এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




