তোমার মাতামহ আলীবর্দী মুর্শিদাবাদ থেকে
মেহেরপুর পর্যন্ত এসেছিলেন হরিণ শিকার করতে
তুমি মারাঠাদের বিতাড়িত করেছিলে বাংলা থেকে
কিন্তু তুমি হরিণ শিকার করোনি হাতির পিঠে চড়ে
বাংলা থেকে পালিয়ে যাচ্ছিলে কিন্তু কেন এই পলায়ন
প্রচন্ড গরমে তোমাকে রুমাল দিয়ে বাতাস করছিলেন
তোমার বেগম লুৎফন্নিসা
বিশ্বাসঘাতক মীর জাফর কুরআন শরিফের ওপর
হাত রেখে শপথ করেছিলেন তিনি তোমার অনুগত থাকবেন
বাংলা থেকে তোমার দুশমন ইংরেজদের বিতাড়ন করতে
কিন্তু কৈ তিনি তো কথা রাখেননি তুমি বুঝতে
পারোনি তার রহস্যময় ষড়যন্ত্রের কথা
তোমার পরাজয় হলো জগৎ শেঠ উমিচাঁদ রায় দুর্লভ রাজ বল্লব
এ রকম আরো কত ষড়যন্ত্রকারীদের কাছে
ও তরুণ অনভিজ্ঞ সিরাজউদ্দৌলা তোমার মাতামহ আলীবর্দী
চার মারাঠা সর্দার শত্রুকে কৌশলে হত্যা করেন
তিনি সারা জীবন যুদ্ধ করে কাটান
ভাগীরথীর বন্যার সময়ও বিপজ্জনক যুদ্ধ করেন
তিনি অসুস্থ অবস্থায়ও যুদ্ধ করেন আমরা জানি
তুমি কাইভ ও মীর জাফরের ষড়যন্ত্রের মাকড়সার
জালে আটকা পড়েছিলে তোমার পিতা জৈনুদ্দিনের
মতো তুমি ছিলে সরল জৈনুদ্দিন বিহারের শাসনকর্তা
থাকাকালে অবিশ্বস্ত আফগানের মধ্যে
পান বিতরনের সময় ছুরিকাঘাতে প্রাণ ত্যাগ করেন .. ..
--ওমর আলী
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






