কাব্যমন্দিরে আমাদের পুরোহিত গেছে ভুলে পুরানো ম্লোক,
বেহুলা লক্ষীন্দরের মানস গেছে ভুলে, অনেক সাধের সাধক,
তাই রক্তাক্ত হয় খু-উ-ব কম, বলিদান গেছে থেমে,
আমি যাই ধীরলয়ে তোমাদের বালিয়াড়ী জীবনে,
যেখানে জৈবিকতা বনাম বেঁচে থাকা সম্পুরক সর্ম্পক।
কী-ই-বা করার থাকে রাতমজুর মানুষের এই ছাড়া; থেমে ক্রন্দন,
পতি বিলাসী ললনার সাধ তো আর মেটেনা সহজে!
আমি সহজিয়া স্বপ্ননের হাত ধরে এখনও স্বপ্ন দেখি,
আমার লভ্যাংশ ধুঁকে ধুঁকে মরছে আজীবন।
স্বপ্ন নিয়ে বেঁচে আছি এখনও,
মাঝরাতে উঠি, দেখি পাথারে একজন নারী ধ্যানমগ্ন
কতদিন কতরাত? জানিনা?
তাই ভেবে নিয়েছি সে আমার স্বপ্ন নিয়ে জুয়াড়ীর রাত জাগে নিশ্চয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



