ভালবাসা মানে অনেক সুখের মাঝে মনে পরা দুঃখ,
প্রিয়জনের হাসি মাখা মুখের বিশ্লষণ- প্রত্যক্ষ কিংবা পরোক্ষ।
ভালবাসা মানে প্রিয়জনের দেয়া দুঃখের স্মৃতির লালন,
বিলীন হয়ে যাওয়া সেই অধিকারের নিঃস্বার্থ কর্তব্য পালন।
আমি শক্তিশালী, আমি দৃঢ়, আমি কখনো দুর্বল নয়,
তবে সেই স্মৃতিময় গান শুনতে, কেনো আমার ভয়?
ভালবাসা মানে নতুন পথে সুখের স্মৃতি নির্মান,
সুখস্মৃতিই কাল হয়, ঝরায় অশ্রু অবিরাম।
ভালবাসা মানে "আমার মতো একজনের" কবিতা লিখতে বসা,
একদিকে চেয়ে অশ্রুসিক্ত চোখে মলিন, নিষ্প্রান হাসা।
ভালবাসা মানে নিজের ডায়েরিকে কান্নার কারন বানানো,
"বলতে না পারা" সেইসব কথা প্রিয়জনকে জানানো।
ভালবাসা মানে পাবোনা জেনে, তারপরও তাকে চাওয়া,
অপ্রিয় ফুলটি বিশেষ কারনে, প্রিয় ফুল হয়ে যাওয়া।
জোছনা থেকে চুরি করে আনা কবিতা লিখার ভাব,
অজানা সেইসব প্রশ্নের আজো খুজে চলেছি জবাব।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




