
আমি বর্বরতার সেথ,
আমি শ্বরনিন্দা,
রক্তের স্মারকলিপি।
আমার বিদ্রোহী শপথ,
ঈশ্বরের বিরুদ্ধে,
উপাসনালয় ধ্বংসে,
মাসিহার সিংহাসনে রক্তের আগুন
কলুষিত ঈশ্বরের অসুর্যস্পর্শ্য নাম
পবিত্র স্রোতে বিষাক্ত সর্প।
আমি নই ক্রীতদাস ঈশ্বরের
আমি ঘৃণিত, মাসিহার
আমি তৃতীয় বিশ্বাস
ঈশ্বরের ঘৃণা
আমি আজন্মা অভিশাপ
আমি কলুষিত ঈশ্বরের ছায়া মূর্তি
সত্য চোখে দেখ,
ঈশ্বর এক আজন্মা ভুলের নাম।
আমি সেই মৃত সভ্যতার কণ্ঠস্বর
যেখানে ঈশ্বরের নেই কোন ক্রীতদাস।
আমি নীরব,
পাথরের মতো নিশ্চুপ ,
কিন্তু ক্রোধের অনলে
ক্রোন্দনের দাবানলের গর্জন
ধ্বংসাত্মক।
আমি অভিশপ্ত,
আমি বিদ্রোহী,
আমি দানবিক রাক্ষস,
ঈশ্বরের ঘৃণিত।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৫ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



