বেশ ক'দিন ধরেই লক্ষ্য করছি ফেসবুককে বাংলায় রুপান্তর করা হবে। আমাদের অতি আদরের মোবাইল ফোন কোম্পানি গ্রামীনফোন তো পত্রিকায় 'অনুবাদক আবশ্যক' বলে বিজ্ঞাপনই দিয়ে দিল।

ফেসবুককে বাংলায় অনুবাদ করা হচ্ছে এটা খুবই আনন্দের খবর। আনেকেই হয়তো বলবেন- 'ফেসবুকে তো আগে থেকেই বাংলা ছিল !'
হ্যাঁ!!!
তবে সেটা অসম্পূর্ণ ভাবে। এবার সম্পূর্ণ ভাবেই অনুবাদ করা হবে। মজার ব্যাপার হ্ল এই অনুবাদ এর কাজ যে কেউই করতে পারবেন।
বিশ্বাস না হলে এইখানে চাপ দিন। এর পর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করে দিন।
সবইতো করলেন আপনি ! তাহলে এর সাথে গ্রামীনফোন এর সম্পর্ক কি ?????
আরো খবর জানতে এই ব্লগটি পড়ুন। থলের বিড়াল বেড়িয়ে আসবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


