প্রথম ছবি ব্লগের ছবিগুলো পরিকল্পিতভাবে তোলা ছিল। এবারের ছবিগুলো অপরিকল্পিতভাবে বিভিন্ন সময়ের তোলা। বিভিন্ন এলাকার। বলে রাখছি- প্রচলিত অর্থে আমি ফটোগ্রাফার নই এবং এ ছবিগুলো সাধারণ সেলফোনের ক্যামেরায় তোলা। তাই খুব ভালো না হওয়াই স্বাভাবিক।

১. ঐ আমাদের জাতীয় পতাকা (বান্দরবান জেলা পরিষদ ভবন)

২. জায়গাটা বেশ সুন্দর (একই স্থানের ছবি)

৩. আকাশের ক্যানভাসে সবুজের সমারোহ ( সিলেট মালনি ছড়া চা বাগানে পাহাড়ের উপরে)

৪. প্রতিদিনের সূর্যাস্তের দর্শক বৃক্ষ ( চট্টগ্রাম পার্কি সৈকতের সূর্যাস্ত)

৫. জালেই যাদের জীবিকা (পদ্মার জেলে- রাজবাড়ী)

৬. সব ভেসে গেলো!! ( ফেরির পেছনে বাঁধা স্পিড বোটের সারি- মাওয়া)

৭. জলের জালে ঘেরা নৌকা ( পদ্মা- মাওয়া)

৮. অগ্নি নির্বাপকটা ঠিক আছে তো! ( এটা দেয়ালে অংকিত ছবি- শিল্পকলা একাডেমীর চিত্রশালায়)

৯. পরম শান্তির ঘুম..( মহাখালি ফ্লাইওভারের ডিভাইডার ওয়ালের উপর !!)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




