৩ দিন ধরে Facebook বন্ধ করে রেখেছে সরকার।সরকারের দাবী,Facebook এ সরকারবিরোধী ও ধর্মবিরোধী বস্তু ছড়িয়ে পড়েছে।এছাড়া একজন ব্যাক্তি Facebook এ হাসিনা-খালেদার ব্যাংগচিত্র প্রকাশ করে।এ ব্যাপারে বি,টি,আর,সি বলছে তারা সেসব লিঙ্কগুলো বন্ধ করে দিয়ে পুনরায় Facebook চালু করবে।কিন্তু বাংলাদেশে Facebook এ user আছে ৮ লাখের উপরে,এত মানুষের সবার কম্পিউটার থেকে সরকার ও ধর্মবিরোধী বিষয়ক content তো আর auto delete হয়ে যাবে না।নতুন নতুন লিঙ্কে এগুলো খোলা হতে থাকবে।তখন 24/7 এসব লিঙ্ক বন্ধ করতে তো অন্তত ২৫,০০০ থেকে ৩০,০০০ লোক লাগবে যারা বসে বসে খালি লিঙ্ক বন্ধ করবে।আর এত বিপুল পরিমাণ মাঠকর্মী(নাকি ডেস্ককর্মী)এর সামাল দেবার জন্য যে বিশালযজ্ঞ তার জন্য একটা facebook মন্ত্রণালয় খুলতে হবে সরকারকে।
কে হবে এই মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী?আসেন চিন্তা করতে থাকি।
সবশেষে একটা কথাই বলব,Facebook বন্ধ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ মানিনা।আর জনগণ ঘাস খায় না।সত্যিকারভাবে কেন ফেসবুক বন্ধ হল তা জাতির সামনে প্রকাশ করুন।Facebook খুলে দিন।আমাদের আকুল আবেদন সরকারের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




