এসব কি হচ্ছে দেশে ঠিক বুঝে উঠতে পারছি না।আমাদের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বললেন “ আমার দলের ছেলেটা যদি সবচেয়ে খারাপও করে তবে তাকে নিতে হবে। ”
এত নগ্ন দলীয়করণ কি কেউ নিকট অতীতে দেখছেন?তাহলে ভাই ভোটের সময় আসেন কেন?আপনার দলের ছেলেরা ভোট দিলেই তো হয় তাইনা?
পাবনার ঘটনায় কেন জানিনা মনে হইছিল সরকার কিছু একটা করবে(যদিও গত ২০ মাসের কর্মকান্ডে মনে করার কোন কারণ নাই ,তবুও মানুষ আশা করে)।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর গতকালের কথায় আমি মুগ্ধ।আমিও বলি এক হাতে তালি বাজে না।তাহলে ’৭৫ এর ১৫ই আগস্টে কেন সেনাবাহিনীর সদস্যরা আপনার পুরো নির্দোষ(!!!) পরিবারকে কেন হত্যা করল?আপনার থিওরি অনুযায়ী নিশ্চয়ই আপনার বাবা-ভাইরা এমন কিছু করেছিল যাতে তাদের এ পরিণতি।সেটা কি?ঐতিহাসিক সেই সত্যটা স্বীকার করবেন কি?
ইদানিং একটা ব্যাপার দেখতেছি,আমাদের মহান ছাত্রলীগ-যুবলীগের সুকীর্তি করলেই বলা হচ্ছে এটা যুদ্ধপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে করা হচ্ছে।যুদ্ধপরাধীদের প্রতি আমাদের ঘৃণা কোন অংশে কম না।আর আপনাদের নিজেদের দলের ব্যর্থতাগুলো যুদ্ধপরাধীদের দিয়ে ঢাকার চেষ্টা করে আপনি কি রাজাকারদের দোষর হিসেবে নিজেকে পরিচিত করছেন না?এটি একটি জাতীয় ইস্যু।ছাত্রলীগ-যুবলীগ রক্ষার কোন ঢাল না।
পরিশেষে একটা কথাই বলব,আমি ’৭৩-’৭৪ দেখিনি কিন্তু ২০০৯-১০ দেখেছি,দেখছি। চলতে থাকুক এ যাত্রা সেই শুভ কামনা থাকলো।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




