খুব,খুব বেশী মনে পড়ে সেই দিনটি-৫ বছর আগের সেই দিনটি্র কথা।২রা অক্টোবর ২০০৫।সকাল থেকেই ঝুম বৃষ্টি।আজও স্পষ্ট মনে আছে তোমার সাথে প্রথম পরিচয়ের সেই দিন,সেদিনের প্রতিটা ঘটনা।তোমার হাত ধরা।জীবনে প্রথম কোন মেয়ের হাত স্পর্শ।
এরপর তো জল কম গড়ায়নি।পদ্মা-যমুনার কত পানি বঙ্গোপসাগরে মিশেছে।পৃথিবীতে কত কোটি মানুষের জন্ম-মৃত্যু ঘটেছে।তুমি আমার জীবনে আরো অনেক আপন হয়েছ-ছেড়ে চলেও গেছ।অনেক সংগ্রাম করে তোমাকে আপন করে পেয়েছিলাম।সত্যি বলছি,অনেক।কতটা সেটা তুমি কোনদিনই বোঝোনি,তোমাকেও ধরে রাখতে পারিনি।আসলেই মনের সাথে যুদ্ধ করে সম্পর্ক টিকিয়ে রাখা যায়না।তুমি তো প্রথম থেকেই বিমুখ আর এত সংগ্রাম করে আমিও বুঝি হাপিয়ে উঠেছিলাম আর মোহের জাল তখনি টুটেছিল।এত কষ্টে আপন করে পাওয়া সম্পদকে হারাতে কি কষ্ট তা তুমি কখনোই বুঝবে না।
আমার জীবনের প্রথম বান্ধবী-কেমন আছ তুমি?খুব বেশী জানতে ইচ্ছা হয়।কিন্তু সে পথ তো তুমি রূদ্ধ করেছো।আমিতো প্রতিজ্ঞা করেছিই তোমার সাথে আর কখনোই যোগাযোগ করবো না,সত্যিই করবো না।কিন্তু জানো মাঝেমাঝে প্রতিজ্ঞা ভাঙতে খুব মন চায়,খুব।মোবাইল হাতে নিয়ে তোমার নাম্বার লেখি আর মুছি।তবুও আমি প্রতিজ্ঞা ভাঙবো না।তুমি সুখী থাকো,অনেক সুখী।
এখন আমি অনেক ভালো আছি।তোমাকে ভুলে যাওয়া খুব বেশীরকম ভাবে উচিৎ।আমায় অবাক করে দিতে এখন একজনের কত প্রচেষ্টা।অনেক ভালবাসি তাকে।তবুও তোমাকে পুরোপুরি ভুলতে পারিনা।কেন?তুমি আমার প্রথম প্রেম ছিলে এ জন্যই কি?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




