প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, তিনি ১৯৯৬ সালে ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলেছেন। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এমনটা দাবি করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকেই বিরোধী দল অপ-প্রচার চালাচ্ছে- আমি নাকি নির্বাচনী প্রচারণায় ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলেছি। ইউটিউবে আমার বক্তব্যের একটি ভিডিও ফুটেজ দিয়ে এই অপ-প্রচার চালানো হচ্ছে। পরে আমি নিজে ওই ওয়েব সাইটে ঢুকে
আকিয়ালা বাশঃ
১. দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ২৫ ডিসেম্বর সংখ্যায় বগুড়ার পথসভায় শেখ হাসিনার প্রদত্ত বক্তৃতা উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘এখানে সংক্ষিপ্ত পথসভায় শেখ হাসিনা বলেন, আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের সাথে আছি। নৌকা বিজয়ের মার্কা, ১০ টাকা কেজি চাল খাওয়ার মার্কা।’
২. প্রথম আলো পত্রিকায় ১৮ ডিসেম্বর সংখ্যায় গোপালগঞ্জের কোটালিপাড়ার জনসভার সংবাদে লেখা হয়েছে, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে আর গৃহহারা থাকবে না।... বয়স্কভাতা দ্বিগুণ করা
হবে, তাদের চলাফেরা ফ্রি করে দেবো। কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরণ করা হবে।’
প্রধানমন্ত্রীর করণীয়ঃ
বাকশালী স্টাইলে উক্ত কপি দুইটির নকল কপি তৈ্রী করা, আর যারা আসল কপি দেখাবে, তাদের বাকশালি স্টাইলে পত্রিকা নকল করা মামলার আসামি করে রিমান্ড দেওয়া,
তাছাড়া দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো পত্রিকা তাদের যত পা আছে তা নিয়ে খাড়া হয়ে বলবে
বিএনপি কত বড় জালিয়াতি করতে জানে,আর করবেই বা না কেন বিএনপিকে তো জিয়া ও
রাজাকাররা জালিয়াতি করে জন্ম দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ
ইউটিউবের ভিডিওর লিঙ্ক
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে জঙ্গীবাদ দমনের কথা বলেছিলেন।৯১-৯৬ যেরকম জঙ্গীবাদের থাবা ছিল!!! আর আগের আমলে বিদ্যুৎ??? সম্ভবত ১৯৭১-৭৫ এর কথা বলেছেন... মাননীয় প্রধানমন্ত্রীর মহামান্য কথা তো আর মিথ্যা হতে পারে না।
আঃলীগের চামচা ভাইদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করিতেছি,আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




