দেইখা শুইনা মনে হইতেসে সরকার মহাশয়ও এইসব মুক্তমনা এবং নাস্তিক ব্লগার গুলারে পছন্দ করেনা! কি চমৎকার! বহত খুব! গড়ে প্রতি দেড় মাসে একজন ব্লগার খুন হচ্ছে। কিন্তু সরকার মহাশয়ের তেমন চেইত-বেইত নাই! ৬মাসে ৪ব্লগার খুন! দেশ এগিয়ে যাচ্ছে, বছরে দুই হালি ব্লগার খুন হচ্ছে!(না মানে যেভাবে চলতেসে তাতে ছয় মাসে ৪জন; তাই বছর ফুরাবার আগে আরও কি হবেনা?)
বলি, সরকার মহাশয় এখুনি কিছু করুন। এভাবে চুপচাপ থেকে যে বিষধর সাপ চাষ করে চলেছেন কিংবা বাড়িয়ে তুলছেন, সেতো একদিন আপনারই কাল হয়ে উঠবে।
আর জনগণ সইরা খাড়ান, কারন আপনেরা সব হালের বলদ, আপনেগো ঘাড়ে চাতা পইড়া গেসে। আপনারা দুই বেলা ঘাড় নাইড়া তৃতীয় বেলা ঠিকই আগের পদ্ধতিতে হাল চষতে থাকবেন। তাই আপানারা বরং সইরা খাড়ান, একটু আলো-বাতাস আইতে দেন।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






