এত কিছুর পরেও মমতা মা.ী'র মন গলানো গেলো না...... হায় বাঙালী'র কপাল!!!
(অতি কল্পনাপ্রবন পাঠকেরা যাই ভাবুন না কেন লেখক কিন্তু মমতা মা-এর পর দীর্ঘ-ই-কারের আগে দন্তস্ব ('স')-ই লিখতে চেয়েছিলেন....)
সে যাই হোক, পার্শ্ববর্তী সো-কল্ড বন্ধু প্রতিম দেশটিকে তেল মালিশের তালিকা কিন্তু আমাদের বেজায় বড়; যেমন ধরুন:
আমাদের শ্রদ্ধেয়া স্কুল টিচার ড. দিপু মনি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচন শেষ হওয়ার আগেই প্রোটোকল বিরোধী হওয়া সত্বেও অভিনন্দন জানিয়েছিলেন। সে সময় বিভিন্ন মহলের সমালোচনায় প্রধানমন্ত্রি মমতা মাসীর সাথে তাঁর বিশেষ সম্পর্কের কথা বলেন। শপথ গ্রহন অনুষ্ঠানে তিনি উচ্চ পর্যায়ের বিশেষ প্রতিনিধি দলও পাঠান। আর ক'দিন আগের ১০০টন ইলিশের কথা এদেশের কে না জানে?
হায় কপাল! এসবের কিছুই আমাদের পাষান মাসী'র মন গলাতে পারেনি। মাসী আমাদের প্রকাশ্যেই জানিয়েছেন শেখ হাসিনার সাথে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থ ত্যাগ করে তিনি বাংলাদেশের স্বার্থ দেখতে পারবেন না। বাংলাদেশকে তিস্তার পানি ২৫% এর বেশি তিনি দেবেন না। কেন্দ্রিয় সরকার বেশি পানি দিয়ে যে চুক্তি করেছে তা তিনি মানবেন না। তারপরও আমাদের স্কুল টিচার ও তার সাঙ্গ-পাঙ্গরা বেহায়ার বলেই চলেছেন 'হবে হবে হবে...!'
সত্যিই সেলুকাস বড় বিচিত্র এদেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


