
পৃথীবীর বুকে আমরাই একমাত্র জাতী যারা তাদের ভাষার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করেছে..!!
আর পৃথিবীতে আমরাই একমাত্র জাতী যারা তাদের ভাষাকে এত বেশী অবহেলা করেছে..!!
সত্যি বলি, টাইম ডাইলেশানে করে ভবিষ্যৎ এ এসে যদি কোন শহীদ দেখে যেতে পারতো তাদের রক্তের মূল্য আমরা কিভাবে অবলীলায়,তাচ্ছিল্যতা ভরে প্রতিদান দিচ্ছি!! ঠিক সেই মুহুর্তেই আন্দোলন থেমে যেত..!! হয়ত পরাধীন থেকে যেত আরও একটি দেশ! হয়ত ভীনদেশী কোন ভাষা হয়ে যেত একটি জাতীর রাষ্ট্র ভাষা!!
বুঝলাম ইংরেজী আন্তর্জাতিক ভাষা, বিশ্ব পরিমন্ডলে এ ভাষার গুরুত্ব অনেক, এ ভাষার ইম্পরট্যন্স অনেক অনেক বেশী তাই বলে কি নিজ মাতৃভাষা কে অবজ্ঞা করেই সেটা করতে হবে??
এতটা আপ্যায়ন খোদ আমেরিকাতে করা হয় কিনা আমি সন্দিহান, ভাষা'র যদি সেন্স থাকতো তাহলে লজ্জায়, অপমানে কবেই আত্নাহুতি দিত বাংলা ভাষা।
কি ভাবছেন!! ভাষার মাস না, তবুও কেন এরকম পোস্ট দিচ্ছি??
ভাবাটাই স্বাভাবিক, আমরা উৎসব প্রিয় জাতী যে কোন কিছুর উপলক্ষ ছাড়া তার কদর কিংবা প্রাধান্যতা চোখে পড়লে অবাকই হই।
আর এর কারনটাও পরিষ্কার হয়ে যাবে যদি আপনার আশে পাশে একটু তাকান..!!
সময় মনে হয় এসেই গেছে রাষ্ট্রীয় ভাবে কোন একটা ঘোষণা দেওয়ার যে, মাস মিডিয়া কিংবা রাজনৈতিক আলাপচারিতায় অযথাই ইংরেজীর বুলি আওড়ানোর বৃথা চেষ্টা না করার।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



