বাংলাদেশের মেধাবি সন্তানেরা বিশ্বমানের বহু আবিষ্কার করেছেন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য দিয়ে বিভিন্ন জরুরি প্রয়োজনিয় যিনিষ - এগুলোকে সরকারি পৃষ্টপোষকতা দিলে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য যেমন কমবে - তেমনি নতুন আবিষ্কৃত যিনিষটি আমদানি করতে হবে না - বাচবে প্রচুর বৈদেশিক মুদ্রা - সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (নিতিনির্ধারকদের) সদয় দৃষ্টি আকর্ষণ করছি - ৬২ . ‘প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল’ উতপাদন করতে চান যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশি দম্পতি বিজ্ঞানি ড. মইন উদ্দিন সরকার ও ড. আনজুমার শেলী। প্রতি লিটার তেল উতপাদন খরচ হবে মাত্র ২০.০০ টাকা।
৬৩ . খুলনা - ‘পলিথিন ও প্লাস্টিক” থেকে খুলনার টুটপাগা জোড়াকল বাজার এলাকার ইজিবাইক চালক সোহাগ হাওলাদার আবিষ্কার করেছেন “জ্বালানি তেল, গ্যাস, বিটুমিন, ও ফটোকপি মেশিনের কালি”।
৬৪ . বগুড়ার শেরপুর উপজেলার শিবপুর গ্রামের কয়েক যুবক পরিত্যাক্ত “পলিথিন ও প্লাস্টিক বোতল” দিয়ে “জ্বালানি তেল” উতপাদন ও বিক্রি করে স্বাবলম্বি হবার চেষ্টা করছেন । বেলাল হোসেনের ছেলে নাজমুল হক নাজু জানান প্রতি কে.জি. পরিত্যাক্ত “প্লাস্টিক বোতল ও পলিথিন” দিয়ে ৬০০ থেকে ৭০০ গ্রাম জ্বালানি তেল উতপাদন সম্ভব । প্রতি লিটার ডিজেল উতপাদনে ২০.০০ টাকা খরচ হয় । বিক্র্রি করেন ৬০.০০ টাকা।
৬৫ . যশোর পৌরসভা “বাসা বাড়ির আবর্জনা বা বর্জ্য” দিয়ে “জৈব সার ও বয়োগ্যাস” উতপাদন করছে - দেশের সকল পৌরসভা ও সিটি কর্পোরেশন এই প্রকল্প গ্রহণ করলে বদলে যাবে দেশের পরিবেশ পরিস্থিতি –
এমনি আরো ৪৫,০০০ বিবিধ বিশ্বমানের আবিষ্কার আছে দেশের মেধাবিদের-
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




