বন্ধু হোলো আনন্দ উপভোগের - বিনোদনের- আড্ডা দেবার- প্রাণের কথা উজাড় করে-
সুখ দুঃখের গল্প বলার-
ঘন্টার পর ঘন্টা- দিনে পর মাস বছর- একত্রে কাটিয়ে দেবার মানুষ –
বন্ধু হোলো এক কাপ চা একাধিকে ভাগ করে খাওয়ার মজার মানুষ-
বন্ধু হোলো এ সিগারেট একাধিকে টানার মজার মানুষ -
বন্ধু হোলো লঞ্চের এক সিটে চার জনে ঘুমোনোর মজার মানুষ -
বন্ধু হোলো এক সাথে দুই বান্ধবী বা দুই বোনের সাথে একত্রে প্রেম প্রেম খেলা করা -
বন্ধু হোলো লঞ্চের এক কেবিনে সারা রাত গল্প করতে করতে ঢাকা পৌছে যাওয়া -
স্কুল বন্ধু- কলেজ বন্ধু- বিশ্ববিদ্যালয় বন্ধু –
কর্ম জিবনের বন্ধু (সহকর্মি) - কর্মস্থলের বন্ধু – প্রশিক্ষণের বন্ধু –
একত্রে হজ করা বন্ধু – প্রাতঃভ্রমণের বন্ধু – বৈকালিন ভ্রমণের বন্ধু –
এক মসজিদে নামাজ আদায়কারি বন্ধু – এক ভবনে বসবাসকারি বন্ধু –
এক মহল্লায় বসবাসকারি বন্ধু –
ব্যয়ামাগারের বন্ধু- পাঠাগারের বন্ধু -
বাজার সওদা করা দোকানের বন্ধু -
নাস্তা করা বা হোটেলে একত্রে খাওয়া বন্ধু –
এক যানবাহণে অফিস যাতায়তের বন্ধু –
ফেইজবুক বন্ধু – ব্লগার বন্ধু- টুইটার বন্ধু –
আরো কতো শত বন্ধু হোতে পারে -
বন্ধুকে দিয়ে আশা করে আশা হত হওয়া যাবে না –
বন্ধু খারাপ ব্যবহার করলে অভিমান বা অভিযোগ করা যাবেনা –
বন্ধু ঠকালে তার (বন্ধু) কাছে তা যৌক্তিক বলে ঠকিয়েছে - মেনে নিতে হবে –
বন্ধু টাকা মেরে দিলে তা আপনার উদারতা বা সরলতা বা সততা বা বোকামি বলে -
মেনে নিতে হবে –
বন্ধু আপনার আপন আত্মিয় স্বজন নয় –
রক্তের সম্পর্ক (বাধন) নেই –
জমির ভাগ বাটোয়ারা বা জমির পাওনা দেনা নেই –
তাকে নিয়ে কেনো দুঃখ পেতে যাবেন ?
সে আপনার কে ?
মৃত বন্ধুদের কথা ভেবে সান্ত্বণা পেতে শিখুন –
মা বাবা ভাই বোন মারা গেলে এক সময় আপনি ভুলে যান –
আর বন্ধুর জন্যে মনে কষ্ট পান ?
আপনার মতো নির্বোধ আবেগি মানুষ দ্বিতিয়টি আছে কি ত্রিভুবনে ?

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




