স্বল্পোন্নত দেশগুলোর শির্ষে বাংলাদেশ -
জাতিসংঘের ‘‘E-Government Development’’ জরিপে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ০.৫৬৩০ স্কোর পেয়ে শির্ষে –
ভুটান ০.৫৫২১ স্কোর পেয়ে দ্বিতিয়- রুয়ান্ডা ০.৫৪৮৯ পেয়ে তৃতিয়-
নেপাল ০.৫১১৭ পেয়ে চতুর্থ -
কম্বোডিয়া ০.৫০৫৬ স্কোর পেয়ে পঞ্চম-
১৯৩ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১ তম -
২০২০ খৃ: ছিলো ১১৯ তম -
২০১৮ খৃ: ছিলো ১১৫ তম -
বাংলাদেশ ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসাধারণ উন্নতি কোরেছে -
জাতিসংঘের ‘‘E-Government Development’’ জরিপটি অনলাইনে E-Participation, অনলাইনে সেবা প্রদান, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদকে মুল্যায়ন করা হয়-
United Nations Department of Economic and Social Affairs (UNDESA) প্রতি দুই বছর পর পর এই জরিপের ফল প্রকাশ করে থাকে -
E-Participation সুচকে বাংলাদেশ ২০২০ খৃ: চেয়ে ২০ ধাপ এগিয়ে ০.৫২২৭ স্কোর পেয়ে ৭৫ তম হোয়েছে –
২০১৮ খৃ: বাংলাদেশ ৫১ তম হোয়ে আরো ভালো অবস্থানে ছিলো –
জাতিসংঘের ১২ তম জরিপটি ২৮-০৯-২০২২ খৃ: বুধবার নিউইয়র্কের সদর দপ্তর এই তথ্য প্রকাশ করে
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২২ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




