জলবায়ু বিপর্যয় - ০১
উপকূলীয় এলাকায় মাটিতে লবণের পরিমাণ বেড়ে কৃষিজমির উৎপাদন ব্যাহত হচ্ছে এবং লবণাক্ততার কারণে প্রয়োজনীয় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে-
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমালয়সহ উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের বিপুল বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের স্থলভাগের প্রায় ২০ ভাগ এলাকা পানির নিচে তলিয়ে যেতে পারে -
আইপিসি এক প্রতিবেদনে আরো আশঙ্কা জানিয়েছে, বাংলাদেশের ১৯ টি জেলার প্রায় ৬০ হাজার বর্গকিলোমিটার এলাকা ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে - এ কারণে গৃহহীন হবে প্রায় দুই কোটি মানুষ -
জলবায়ু বিপর্যয়ের কারণে প্রতি বছর ঝড়ের পরিমাণ ও আকৃতি বাড়ছে - অবিলম্বে পৃথিবীব্যাপী কার্বন-ডাইঅক্সাইড, মিথেনসহ প্রভৃতি গ্যাস নিঃসরণ বন্ধ না করলে আগামী ৮০ বছরের মধ্যে বাংলাদেশের বেশির ভাগ স্থলভূমি পানির নিচে তলিয়ে যেতে পারে-
জলবায়ু বিপর্যয়ের কারণে খরার ঝুঁকিতে বাংলাদেশের ২২ জেলা -
এসব তথ্য উঠে এসেছে এশীয় উন্নয়ন ব্যাংকের ‘বাংলাদেশ ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিস্ক অ্যাটলাস’ শীর্ষক সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রতিবেদনে-
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




