কথায় আছে ''মেয়েদের মন কচু গাছের পাতার উপর পানি পড়ার মতন'' এ কথাটা আপনারা কতটা বিশ্বাস করেন? আমি কিন্তু ১০০ তে ১০১% বিশ্বাস করি। কারণ-
আপনারা অনেকে লক্ষ্য করে থাকবেন যে, কচু গাছের পাতার উপর পানি বেশী ক্ষণ স্থায়ী না। অর্থ্যাৎ পানি পড়া মাত্রই তা গড়িয়ে পড়ে যায় এবং এখানে যে পানি ছিল তার বিন্দু মাত্র ঠিক পাওয়ার কোন উপায় নাই। বড়ই আজব!! ব্যাপার।
মেয়েরা ঠিক তেমন প্রকৃতিই হয়। তাদের মনে কেউ স্থায়ী ভাবে বসবাস করতে পারে না। আজ একে পছন্দ তো কাল ওকে। কেউ তাদের মনে স্থায়ী ভাবে আসন নিতে পারে না।.. ইউনিক!!! একটি মেয়ে যদি একাধারে একাধিক প্রেম চালিয়ে যায়ও তবু একটি ছেলের ধরার কোন উপায় নেই যে তার প্রেমিকা অন্য কাউকে তার হৃদয়ের ভাগ দিয়েছে। সে জানেন না যে, তার আরও অনেক সতান (সতীনের পুংলিঙ্গ) আছে। আপনারা বলতে পারেন আমি কিভাবে পারছি! হুম... আমি মেয়েদের মনের উপর পি.এইচ.ডি ডিগ্রী নিয়েছি। বলতে পারেন কিভাবে? কোন ইউনিভার্সিটি থেকে? তা পরে বলবো।
ধরুণ আপনি একটি মেয়েকে ভালবাসেন। আপনার ধারণা সেই মেয়েটিও আপনাকে ভালবাসে। কিন্তু প্রকৃত সত্য বড়ই কঠিন। আপনি তথাকথিত প্রেমিকার আরো ভালো করে খোজ নিয়ে দেখুন ... প্লিজ দেখুন না। তার মনের ভিতর আপনাকে খোজার চেষ্টা করুন। দেখবেন পাবেন না! কারণ আপনি তার মনে ক্ষণস্থায়ী। তাই আপনাকে দেখতে পারছেন না। কিন্তু আপনি আপনার প্রেমিকাকে প্রচন্ড ভাবে ভালবাসেন। আপনি প্রতারিত হচ্ছেন..... সাবধান.......... নব্য প্রেমিকেরা সাবধান।
যাদের মন কচু গাছের পাতার মতন তাদের কাছ থেকে দুরে থাকা দরকার............।
এখন আপনারা যা করার করুন। আবার বলসি হুশিয়ার... ।
ভন্ড প্রেমিকেরা কি ভয় পাচ্ছেন। যে আপনাদের চরিত্র সর্ম্পকে আমি কিভাবে ওয়াকিবহাল হলাম। হুম........।
অবশেষে আবার বলি,
মেয়েদের মন কচু গাছের উপর পানি পড়ার মতন
প্রেম করার আগে বুঝে শুনে করে হইও মদন!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




