সত্যি অবাক লেগেছিল যখন প্রথম তাকে দেখি। অনেক চড়াই উৎড়াই পেরিয়ে , নির্ঘুম রাত কাটানোর পর যখন সকাল ১০.৩০ মিনিটে তাকে দেখার উদ্দেশ্যে আমি ঢাকার একটি ফ্লাইওভার এর উপরে দাড়িয়ে আছি হঠাৎ পিছনের দিক থেকে সে আমার নাম ধরে ডাক দিল। আমি ঘুরে দাড়াতেই তার সেই মায়াবী উজ্জল মুখটা আমার দুটো নয়ন জুড়ে বসে। কতদিন দেখিনা তোমায় এরকম একটা অনুভূতি আমার প্রতিটি রক্ত-কণিকায় শিহরণ জাগায়। ইচ্ছে হচ্ছিল তাকে বুকে আগলে ধরি কিন্তু উপায় ছিলনা । কারন সে এতদিনে আমার এই বুকের জায়গাটা ত্যাগ করে অন্যের বুকে ঠাই বসিয়েছে। তো আর কি করা একটা সিএজি নিলাম চলে গেলাম একটা পার্কে, সেখানে বসে মনের মাঝে জমে থাকা কিছু কথা তার সাথে শেয়ার করলাম । প্রায় তিন ঘন্টা আলাপের পর একটা ভালো রেস্টুরেন্টে দুজন খাওয়া-দাওয়া করলাম। তারপর কিছু কিনা কাটার সেরে তাকে তার আসল ঘরে পৌছে দিয়ে আমি বিকেলের গাড়ি ধরে ফিরে এলাম নিজের আবাস্থলে। সময়টা অনেক অল্প হলেও তার সঙ্গটা আমি এখনো ভুলতে পারিনি। এখনো ক্ষণে ক্ষণে মনে হয় এই বুঝি সে আমার পাশে বসে আছে। আমার মনের কথাগুলো সে মুখে হাত দিয়ে অনেক মনোযোগ সহকারে শুনছে। আর মাঝে মাঝে আমার হাতের আঙ্গুল টেনে দিচ্ছে। প্রায় ৮ বছর পর ৮ ই ডিসেম্বর তার সাথে দেখা হয়েছিল । আগামী কাল ঐ দিনটার দুই মাস অতিবাহিত হবে, আর এই মুহূতে আমার মনে হচ্ছে আবার কি ৮ বছর নাকি ১৬ বছর নাকি আর জীবনেও তার সাখে আমার আর দেখা হবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




