ইদানিং কেউ কথা রাখেনা
যারা কথা রাখে তারা কথা দেয়না।
কথা ছিল,
আবার আমাদের
পুকুর ভরা মাছ হবে
গোলা ভরা ধান হবে
মদনপুরে মেলা হবে নবান্নের,
শুধু আপনার মূল্যবান ভোট!
হ্যাঁ আপনার ভোট চাই।
তারপর এত আশার দোলাচলে
দুর গ্রামের এক দূ:খী মা
প্রিয় আবু বকরকে পাঠাল বিশ্ববিদ্যালয়ে
আশা ছিল পড়ালেখা শেষে
ছায়া হয়ে পাশে থাকবে মা-বাবার।
আবু বকরের সেই আশা নিরাশা হয়েছে
জগতের জঞ্জালে।
আবু বকর এখন
আমাদের ছেড়ে বেশ সুখেই আছে বোধ হয়।
কিন্তু এখানে আমাদের ধোকা দিয়ে
কেই কথা রাখেনা।
আবার ভোট আসবে
প্রতিশ্রুতির বন্যা বইবে আমাদের
ঘরে, বাইরে সবখানে।
তারপর হয়ত আবার কোন
আবু বকর বিদায় জানাবে আমাদের।
এভাবে আর কত?
এমনটি তো কথা ছিলনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




