বাংলাদেশ অনেক অনেক এডভান্সড একটা দেশ। শিক্ষার আলো ছাড়া কি করে দেশ আলোকিত হয়? তাইতো শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে প্রশ্ন আউট হচ্ছে হর হামেশাই।
কিসের ছাতার মেধা!!!
মেধা দিয়ে কি হবে?
পড়াশুনায় খরচ না করে টাকা জমান।
সেই টাকার অর্ধেক দামে প্রশ্ন পাবেন।
দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছেন পরিশ্রম ছাড়াই।
কি আনন্দ আকাশে বাতাশে।
আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষে সবাই এগিয়ে আসুন।
আর আমরা এমন একটা জাতি, যে জাতির সাহস নিয়ে গর্ব না করলে পাপ হবে। এত এত শাস্তির ভয়কে উপেক্ষা করে প্রশ্নপত্র আউট হচ্ছে প্রতিদিন। পৃথিবীতে অনেক দেশে বড় বড় অনেক দুর্নীতি হয়। কিন্তু শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বোধয় এই দেশেই দেখা যায় সর্বাধিক।
তাই গলা ছেড়ে বলা উচিত এটা দুর্নীতি নয়, এটাই নীতি। তবেই দেশ আলোকিত হবে। :-)
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



