আজ বাংলাদেশ ভারতের মধ্যে ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে এইতো মাত্র কিছু সময় বাদে। হৃদয়ে উষ্নতা প্রতিটি বাংলাদেশির অন্তরে যা আছে তার চে ঢের বেশি আছে ভয় ও রোমান্চ। কারন ঐ একটাই। ম্যাচটা যে বিশ্বকাপরে শুরু, যেখানে বাংলাদেশ স্বাগতিক তো বটেই, কোটি কোটি বাংলাদেশির বুকে সাকিব আশরাফুল দের স্বপ্ন যাত্রার সূত্রপাত। এরকম একটা শুরু তে ২০০৭ সালে ভারত কে বধ করেছে আমাদের বাঘের বাহিনি। এরকম একটা স্বাগতিক শুরুই ১৯৯৬ সালে শ্রীলংলা কে এনে দিয়েছিলো স্বপ্নের বিশ্বকাপ। আজ তাই বাংলাদেশ ইতিহাসের দাবি হাজারো বাংলাদেশির বুকের মাঝে গরজে ওঠো বাংলাদেশ, এইতো সময়।
পরিসংখ্যান যদিও ওনেকে অনেক রকম দিচ্ছে, দিচ্ছে নানা বোদ্ধা মুনি তাদের নানান মতামত। আজ তক বাংলাদেশের ওয়ানডে মাচের পরিসংখ্যানে সফলতার হার ৩৩%। ভারতের সাথে পরাজয়ের হার অনেক বেশি। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের রয়েছে, সাকিব, আশরাফুল, তামিম নামের অনেক বঘের বাচ্চা যারা ইতি মধ্যে বিশ্বের নানান দেশের শিবিরে আত্মবিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছে। ভারত ওধিনায়ককে তাই বেশ সমীহ করে কথা বলতে শুনলাম কাল রাতে। গত পরশু রবি শাস্তী তো বেশ সতরক করলো ভারতের দলকে।
যে যাই বলুক আমি জানি আমি কি, আমি কি পারি। আমি জানি আমার আছে বিশ্বাস। আমার আছে শক্তি। আমার আছে আমার দেশের শত শত একনিস্ঠ ভক্তের আন্তরিক প্রারথোনা। ওঠো বাংলাদেশ, ওঠো জাগো, দেখাও তোমার আসল রুপ। যারা তোমাদের বেড়াল ভাবে তাদের দেখিয়ে দাও বেড়াল বাঘের মাসি। উইশ ইউ অল দ্যা ভেরি বেস্ট বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




