
>এই গরমে আমি শুধু খেঁটে খাওয়া মানুষগুলোর কথা ভাবছি! আর ভেবেছি প্রতি শুক্রবার আমার এলাকায় ভিক্ষা করতে আসা প্রায় ৪০ জন ফকিরের কথা! যারা প্রায় এক একজন মাইলখানেক করে রাস্তা হেঁটে হেঁটে ভিক্ষা করতে আসে! প্রথমে ভেবেছিলাম তাদের এক প্যাকেট করে স্যালাইন দিবো কিন্তু আনার লোক ছিলো না আর আমি নিজেও বের হতে পারছিলাম না!
> এরপরেই মাথায় এলো নিজের গাছের লেবুর কথা! ঝটপট লেবু দিয়ে ঠান্ডা পানিতে শরবত বানালাম! কিছু ফকির এর মধ্যে চলে গেছে ! তাদের খাওয়াতে পারলাম না! এরপর একের পর এক ফকির কে লেবুর শরবত খাওয়ালাম! যে তৃপ্তি ওরা পেয়েছে আমার গরমে জ্বইলা যাওয়া শরীর মন তা দেখে ঠান্ডা হয়ে গেছে! অনেকে লেবু চাইলো! যা ছিল স্টকে তাদের কয়েকজন কে তা দিলাম! এতদিনে লেবু গাছের সার্থকতা পেলাম!
>> ঠিক এভাবে আপনারাও পারেন মাত্র ৫/- টাকা দিয়ে একটা স্যালাইন কিনে একজন রিকশাওয়ালা / ফকির কিংবা রাস্তায় দেখা যেকোন খেঁটে মানুষকে একটু তৃপ্তি দিতে! কিংবা আপনার ঘরের কাজের মানুষকে দিন না এক প্যাকেট স্যালাইন ধরিয়ে.........!

( এসব দেখাবার নয় তবু দেখালাম...
কারন এটা দেখে হয়ত অনেকেই উৎসাহিত হবে!!
এবং এটা আমার একটা আহ্বান ... ! )




সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


