এরপর মনোনিবেশ করেন হাইপার-রিয়েলিস্টিক হিউম্যান স্কাল্পচার তৈরির দিকে। যদিও একটি ভাস্কর্যের ডাইমেনশনের দিক বিচারে তার কাজগুলোর পূর্ণতা কিছুটা কম, কিন্তু তার প্রতিটি সৃষ্টির মধ্যে আশ্চর্য অভিব্যক্তি আমাদের চোখের সামনে সম্পূর্ণ বাস্তবের মতো করেই ধরা দেয়।
ভাস্কর্যের কাজে তিনি ব্যবহার করেছেন পলিয়েস্টার রেসিন, ফাইবারগ্লাস, সিলিকন, সিনথেটিক হেয়ার, পলিইউরিথিন, কটন, অ্যালুমিনিয়াম ওয়্যার, পলিমার ইত্যাদি আরও অনেক উপাদান।
দেখে নেয়া যাক রন মুয়েকের উল্লেখযোগ্য কিছু সৃষ্টি।
১।
![]()
ভাস্কর্যের নামঃ Two Women. ক্লোজ ক্যাপচার।
এখানে দেখুন ফুল ভিউ।
![]()
২। ভাস্কর্যের নামঃ Woman with shopping।
![]()
ফুল ভিউঃ
![]()
৩। Some of his art is very heartwarming!
![]()
৪। ভাস্কর্যের নামঃ Woman with sticks
![]()
ক্লোজ ভিউ ঃ
![]()
৫। ভাস্কর্যের নামঃ Old Woman in Bed
![]()
ক্লোজ ভিউঃ
![]()
৮। ভাস্কর্যঃ Big Man
![]()
৯। ভাস্কর্যঃ Youth sculpture
![]()
১০। ভাস্কর্যঃ Woman in Bed
![]()
১১। Some of them are really shocking!!
ভাস্কর্যঃ Wild Man
![]()
১২। ভাস্কর্যঃ Pregnant Woman
![]()
১৩। ভাস্কর্যঃ Mother and Child
![]()
১৪। ভাস্কর্যঃ Old Woman Sitting
![]()
১৫। ভাস্কর্য ঃ The Dead Dad
![]()
ক্লোজ ভিউঃ
![]()
১৬। ভাস্কর্যঃ A Girl
![]()
ক্যান ইউ বিলিভ!!!
![]()
মুয়েকের নিজের মাস্কঃ
![]()
![]()
জাস্ট সি দ্যা ওয়ার্ক!!
![]()
কাজ করছেন মুয়েকঃ
![]()
![]()
কিছুদিন আগে আমি একটা ওয়েবসাইটে রন মুয়েকের ব্যাপারে জানতে পারি। পরে নেট ঘেঁটে দেখি এইসব অবাক করা কাণ্ড!! আমি দেখেছি আর দেখেছি আর অবাক হয়েছে কাজের প্রতি তার একাগ্রতা আর নিষ্ঠা দেখে।
কাজের মধ্যে কতটা ডুবে গেলে এভাবে নিজ হাতে এক্সপ্রেশন জুড়ে দেয়া যায় ক্লে'র মধ্যে, আমি জানিনা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




