
সবাই কেমন আছেন? দেখছেন যখন তো প্লিজ মিষ্টি খেয়ে যান। আজ দু'দিন ধরে আমি খুব খুব খুশি। অপেক্ষার প্রহরের অবশেষে সমাপ্তি ঘটলো। হ্যা, সামু ব্লগে একজন নিরাপদ ব্লগার হতে পেরে কেমন যে মনে আনন্দ লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারিবো না আমি। আমি দুঃখিত! পরিক্ষার কারণে গতকাল পোষ্ট দিতে পারিনি বলে।
গতকালকের বিকেল টা কেন জানি অনেক ভালো লাগছিলো, ছাঁদে যেয়ে একটু কথা বলে আসি এই সোনালী বিকেলের সঙ্গে। সন্ধ্যায় ব্লগে আসতেই চোখ পরে মডারেশন স্ট্যাটাসের দিকে। লাল,কমলা,হলুদ,সবুজ রঙের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পারলাম আমি সেইফ হয়েছি,তখন সাথে সাথে একটা লাফ দিয়ে মা কে নিয়ে আসলাম। মা, এই দেখো। আমি সেইফ হয়েছি সামু ব্লগে। মা'তো অনেক খুশি!
সর্বপ্রথম আমি রাকু হাসান ভাইয়াকে ধন্যবাদ জানাবো। ভাইয়া আমাকে শুরু থেকেই সাপোর্ট করে এসেছেন। আমি যতবার হতাশ হয়েছিলাম,তিনি ততবার উৎসাহ জাগিয়েছেন আমাকে।
শ্রদ্ধেয় পদাতিক চৌধুরি ভাইয়া, কাওসার চৌধুরী, সনেট কবি, চাঁদগাজী স্যার আপনাদের কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।
মেহেদী হাসান হাসিব ভাইয়া প্রতিবেশী মানুষ আমার। আমাকে সর্বদাই সাপোর্ট করেছেন। থ্যাংকস আ লট ভাইয়া।
সৈয়দ ইসলাম, বিদ্রোহী ভৃগু, স্বপ্নের শঙ্খচিল, ওমেরা আপু, আরোগ্য, সূর্যালোক, চাঙ্কু, উদাসী স্বপ্ন, কাইকর, সেলিম আনোয়ার, মনিরা সুলতানা, স্রাঞ্জি সে, লাবণ্য ২, শায়মা আপু আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
এছাড়াও আমার পাশে ছিলেন শ্রদ্ধেয় শাহরিয়ার কবীর, তারেক ফাহিম, আরোগ্য, নজসু ভাইয়া, আবু আফিয়া, মাহমুদুর রহমান সুজন, ভ্রমরের ডানা, এ.এস বাশার, নয়ন বিন বাহার, কাইকর ভাইয়া, ঋতো আহমেদ, আহমেদ জী এস, মোঃ ফখরুল ইসলাম ফখরুল, ডার্ক ম্যান, মাহমুদুর রহমান, চিটাগং এক্সপ্রেস, লায়নহার্ট,শামচুল হক, আকিব হাসান জাভেদ, ভাইয়ু, ইবরাহীম আই কে, ল স্যার, সনজিত, পাঠকের প্রতিক্রিয়া, মোস্তফা সোহেল, দি ফ্লাইং ডাচম্যান, পাঠক০০৭, সুমন কর, নূর মোহাম্মদ নূরু, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তারেক_মাহমুদ, নতুন রাকিব, পুলক ঢালী, নাঈম জাহাঙ্গীর নয়ন, ইসমাঈল আযহার, আব্দুল্লাহ আল মামুন, প্রামানিক, মোঃ মাইদুল সরকার, মুহাম্মাদ আল আমিন উজানি, প্রথমকথা, সাদা মনের মানুষ, গিয়াস উদ্দিন লিটন, আখেনাটেন, blackant, হাবিব স্যার, আবু হাসান লাবলু, নুরুন নাহার লিলিয়ান, পবিত্র হোসাইন, জুনায়েদ বি রাহমান এবং এস এম ইসমাঈল।
ধন্যবাদ! ধন্যবাদ! ধন্যবাদ!
আমার চাওয়া শুধু একটিই, আপনারা সকলে আমাকে যেভাবে সাপোর্ট করে এসেছেন, ঠিক এভাবেই করে যাবেন কিন্তু হুম। সকলের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের সকলকে জবা ফুলের শুভেচ্ছা জানাই আমি, আমার তরফ থেকে।
আল্লাহ্ হাফেজ!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


