একদিন সাগরের ঝিনুক হবো আমি
ভ্রমের ঢেউয়ে ভাসতে ভাসতে
পৌঁছে যাবো সাগর ধারে
আর কখনো ফেরা হবে না
আটকে যাবো বালুর মাঝে
আর তুমি হবে শহুরে ভদ্দরনোক
সাগর পাড়ে ঘুরতে আসা পর্যটকের মতো
তুলে নিবে আমার খোলস
মুচকি হেসে থলেয় ভরবে আমায়
তারপর তোমার সাজানো ড্রইংরুমের
কোনো এক কোণে আমায় স্থান দেবে
মাঝে মাঝে সমুদ্রের গর্জন শুনতে
কানের পাশে তুলে ধরবে আমায় ।।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)