তোমার জন্য পুষে রাখা অনুভূতি গুলো
ধীরে ধীরে ভোতা হয়ে যায়
অনুভবের বসত বাড়িরা
দমকা হাওয়ায় কোথায় যেন মিলিয়ে যায়
মিলিয়ে যায় অনেক চাওয়া পাওয়া
হৃদয়ে এক ঘোরের সৃষ্টি হয়
যেখানে শুধু পুরোনো তুমি বাস করো
পুরোনো তুমি আমার কপালে চিবুক ছোয়াও
আমার চুলে তোমার আঙ্গুল খেলা করে
যেখানে তুমি আমার প্রতিটা কথা
বিশ্বাস করো, শুধু আমাকেই প্রাধান্য দাও
আমি তোমার হাত ধরে ছুটে চলি
ছুটে চলি ভরা বরষায়
চাঁদের আলোর বসন্ত রাতে
আবার কখনো বা স্বপ্নের মাঝে
তারপরেও
তোমার জন্য পুষে রাখা অনুভূতি গুলো
ধীরে ধীরে ভোতা হয়ে যায়
অনুভবের বসত বাড়িরা
দমকা হাওয়ায় কোথায় যেন মিলিয়ে যায় ।।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৪ রাত ২:২১