সামহোয়্যারইন ব্লগে লিখতে শুরু করেছিলাম প্রায় শুরুর দিকেই। তখনো ভাবিনি কঠিন কিছু বিষয়েও কলম ধরতে পারবো। কিন্তু দিনে দিনে নানা আয়োজন-বিয়োজনে, ঘটনা-দুর্ঘটনায়, আদর্শ-অনাদর্শের সাথে জড়িয়ে যেতে বাধ্য হলাম। চুপ থাকতে পারিনি, কলম ধরতে হলো, ধরেছি এবং ক্ষুদ্রতা নিয়েও চেষ্টা করেছি।
একটা সময় পার করেছিলাম, যখন ভাবতাম যে, ব্লগিং ছাড়া বাঁচতে পারবো তো? আজকাল দারুন একটা বিরক্তিকর ঠেকে এইসব ব্লগ-আড্ডা। কারণ অনুসন্ধান কিংবা বিশ্লেষণে যেতে চাই না এখন। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হতে চাই যে, একটি সংঘের সফল পরিচালক সে, যে হাজারো মতবিরোধ সত্ত্বেও সকলকে শামিল রাখতে পারে সংঘের সীমানায়। তাছাড়া মানুষের মনটা বড়ই দর্বোধ্য। হাজার দুয়ার বন্ধ রাখলেও কোথাও কোন এক দুয়ার তার জন্য খোলা থাকেই, যেখান দিয়ে প্রবেশ করে প্রভাব বিস্তার করে বাইরের কোন ভাব।
ভাবের কথা থাক। "ইসলামী আন্দোলন" বিষয়ক পোষ্ট, যেগুলো ইতিপূর্বে এ ব্লগে পোষ্ট করেছিলাম নানা র্পবে, সমাপ্ত হয়নি তবু একত্রে একটি পোষ্টে পড়তে পারবেন নিচের লিংক থেকে-
http://www.fazleelahi.com/archives/219
এ ধারাবাহিকটি শেষ করা খুব প্রয়োজন ছিল। কিন্তু আজো শেষ করতে পারলাম না, শেষ হলো না আজো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১০ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




