সন্ত্রাসী কাজকর্মে পুলিশ জড়িত থাকে এর অনেক রকম প্রমান আমাদের দেশের টিভি,পত্রিকাতে অনেক ভাবে বের হয়েছে,হচ্ছে।কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সেইগুলির কোন যথাযথ বিচারের নমুনা নাই।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে তাকে যতরকম ভাবে হেনস্ত করা যায় তার সবটুকুই করা হয়।সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগের সুযোগ নাই(পারতপক্ষে কোন ভদ্রলোক অযথা পুলিশের ঝামেলায় জড়াতে চান না),আবার পুলিশের অপরাধের তদন্ত পুলিশই করে।
পুলিশের চাঁদাবাজি নতুন কিছু না,কিন্তু বারবারই দেশের সনামধন্য পুলিশ অফিসারেরা তা অস্বীকার করেন।ঈদকে সামনে রেখে চলছে পুলিশের ব্যাপক চাঁদাবাজি।আর এর পরিমান এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যা শেষ পর্যন্ত আইজিপি স্বীকার করলেন।কঠিন শাস্তির কথা বল্লেন,যা সচরাচর সবাই বলে।
পুলিশের সন্ত্রাস থেকে মুক্ত করুন,মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে এইসব অপরাধের সত্যিকার বিচার করুন।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




