স্যার আপনারা কেন আজকে প্রতিবাদ মিছিল করতে গিয়েছেন,এই দেশকে ভালোবাসেন বলে।যারা আপনাদেরকে আহত করেছে তারাওত এই দেশের সন্তান,তারাও দেশকে ভালোবাসে।তাহলে দেশ প্রেমের জন্য আপনি/আপনারা আহত কেন?
দেশের তেল গ্যাস রক্ষা করবেন কাদের জন্য,যারা আজ আপনাদেরকে আহত করেছে তাদের জন্য।স্যার ওরা জানেনা এই সম্পদ আমাদের হাতছাড়া হয়ে গেলে আমাদেরকে ভবিষ্যতে কত কষ্ট ভোগ করতে হবে।স্যার ওরা জানেনা এই সম্পদ আপনি আপনার জন্য রক্ষা করতে জাননি।স্যার ওরা জানেনা,ওরা আজ হুকুমের গোলাম।হুকুম পালন করতে গিয়ে ওরা ভুলে গেছে দেশের সম্পদ কার হাতে চলে যাচ্ছে।ওদের বিবেক টাকার কছে বিক্রি হয়ে গেছে।
পুলিশ তোমরা ক্ষমার অযোগ্য কাজ করেছ।এই মিছিল কোন রাজনীতির মিছিলনা,তোমাদের প্রতিটা লাঠির বাড়ি তোমাদের ফিরিয়ে দিলেও তোমরা ক্ষমা পাবেনা।পুলিশ তোমরা কি শুধু চাকরী কর,তোমাদের বিবেক কোথায় বিক্রি করেছ?তোমাদেরকে আর ঘৃনা করতে পারছিনা,কারন ঘৃনার পরিমান তোমরা শেষ করে ফেলেছ।
আহত সবাই আবার ফিরে আসুক দেশকে রক্ষার জন্য।আমাদেরকে শিক্ষা দেবার জন্য,বিবেককে জাগিয়ে তোলার জন্য।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




