# এসএসসি, এইসএসসির পাশ পেল নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই, আমি এর কোনটি করিওনি। শুধু গত এক যুগ ধরে দেখছি, এর কোন মুল্যও নেই কোথাও। মানব জীবনে ন্যায়, অন্যায়, সুন্দর, অসুন্দর, ভালো, মন্দ, মঙ্গল, অমঙ্গল বুঝতে পারা ও সত্য- মিথ্যাকে আলাদা করতে শেখাই আসল কাজ ও আসল শিক্ষা। যা অর্জনের সাথে পাশ ফেলের কোন সম্পর্ক নাই। কোন কালে ছিলোওনা। এছাড়া শিল্প, সাহিত্য, সাংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, দর্শন ইত্যাদি সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জনও মানুষ অনায়াসে করতে পারে কোনরুপ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া। এক্ষেত্রে বরং অপ্রাতিষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষায় মানুষ আরো দ্রুত এবং আরো বেশি জ্ঞান অর্জন করতে পারে কোনরুপ বিড়ম্বনা ছাড়াই!
![]()
#পরীক্ষায় যারা প্লাস মাইনাসের ঝামেলায় না জড়াইয়া সরাসরি ফেল করছেন তাদের প্রতি :
ভাই তোরা ফেসবুকে ঢুকিস না ।এই দুনিয়ার পাতার পর পাতা তোদের জন্য মায়া কান্না চলতাছে ।এডিসন নিউটন আইনস্টাইন দিয়া ভুগোল পড়াইতেছে ।দেশী নজরুল আর রবীন্দ্রনাথে জাত রক্ষা হচ্ছে না ।তারা দর্শণ চর্চায় ওস্তাদ কিন্তু বাপে টেংরি ভাঙ্গলে কেমন লাগে সেই অনুভুতি বুঝে না ।মাসের পর মাস স্যারের বেতন মাইরা খাইছিস ঐডার শাস্তি এইডা মনে করবি না ।যে জাতি স্যারের বেতন মাইরা খায় না সেই জাতি মেধাবী হইতে পারে তয় শিক্ষিত হইতে পারে না ।ফেসবুক বাসীর মায়া কান্না গায়ে মাখবি না ।এইডা তোগো সান্তনা দেয়া না করুনা ।নির্দিষ্ট কইরা দেয়া, তুই গবেট ছাত্র ভাল না ।টেনশন নিস না ভাই ।সেইদিন বেশী দুরে নয় যেদিন ওরা বলবে "আরিফ আর হোসেন কি এ প্লাস পাইছে,পায় নাই !ফেসবুক সেলিব্রেটি হইতে গেলে প্লাস মাইনাসের দরকার নাই ।এই দেশে আর আইনস্টাইন নিউটন দিয়া ভুগোল পড়ান চলবে না ।ফেল করছিস ব্যাপার না ।যাইয়া মার কাছে একটু কান্দাকাটি কর দেখবি দুদিন পর সব ঠিক হয়ে যাবে ।মায়েরা এমনই বকা ঝকা বেশী দিলেও শেষ ভরসা তারাই ।আর যদি পারিস বাপরে না জানাইয়া ঘর ভাড়া উঠাইয়া দুদিন বান্দরবন ঘুইরা আয় ।তয় মাকে বইলা যাইস ।বাপের রাগ ঠান্ডা হইলে ব্যাক টু প্যাভিলিয়ন ।তয় ভুলেও পরের বার প্লাসে বন্যায় ভাসিয়ে দিবি বইলা কিরা কসম কাটিস না ।জানি তুই পারবি না ,পারার দরকারও নাই ।জানিস না , Education is part of life not a heart of life !
![]()
# পোলাপাইন বেশী পাশ করলে হেরা কয় সরকার তার সফলতা দেখাইতে গিয়া গনহারে পাশ করাইছে।আর ফেইল করলে কয় শিক্ষা খাতে চরম দুর্নিতী আর অনিয়মের জন্য শিক্ষার্থীর আজ এই অবস্থা ।সারাদিন সরকারের দোষ সরকারে দোষ জিকির করতে করতে মাথা পুরাই বিলা হইয়া গেছে ।কেউ যদি এদের জিগায় কিরে দোস্ত জন্মদিনে খাওয়াইলি না ?সম্ভবত উত্তর হবে ধুর শালা জন্মদিন,তার আবার খাওয়া সব সরকারের দোষ !
![]()
# দুই বছর ধরে ব্লগিং করছি কোনদিন সেফ থেকে জেনারেল কিংবা ব্যান খাই নাই !এত বছরের ফেসবুকিং জীবন কেউ কোনদিন রিপোর্ট করল না ।নাহ !ফেসবুক সমাজে আর মুখ দেখানো যাবে না দেখছি !আসলে কি আমি এত ভদ্রলোক ?
![]()
# কাদতে হলে চোখে পানি আনতে হবে এমন কথা নেই,বুকে কান পেতে দেখ আমি কাদছি !
![]()
# নায়ক ভিলেনকে বলছে -
আমি তোরে ড্রিল মেশিন দিয়া এত ফুটা করব এত ফুটা করব যে আপলোড আর ডাউনলোডের রাস্তা নিয়া কনফিউজড হইয়া যাবি ।
ভিলেনের উত্তর -
মুহা হা হা হা !হাদারাম আমার বাংলালিঙ্গের ১ জিবি ইন্টারনেট ফ্রি আছে ।আপলোড ডাউনলোডে পবলেম নাই ।
![]()
# বগুড়ার গরম বড়ই রোমান্টিক !একবার প্রেমে (পড়বেন গায়ে ) পড়লে গায়ে কোন কাপড় চোপর রাখা যায় না !
![]()
# সুর্যের চেয়ে বালি গরম
মাওলার চেয়ে দরবেশ অতিকায় শক্তিশালী !
লে হালুয়া !চরম দেশ বাংলাদেশ গরম দেশে বাংলা দেশ !
![]()
# চেহারাটা আধাঘন্টা মেরামত করে,কড়া মেকাপে ওজন আরো দু কেজি বাড়িয়ে ক্যামেরার সামনে সুন্দর একটা পোজ দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করলেন !কমেন্ট আসল :
![]()
# আওয়ামীলীগকে নিষিদ্ধ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছে জামায়াত ইসলামী !
![]()
#এ পৃথিবীতে দুটি দুর্লভ জিনিস ।মনের মানুষ আর মানুষের মন !
![]()
# জীবন টা যতটা উপভোগের বিষয় ততো টা উপল্পদ্ধির বিষয় !
![]()
# বাংলাদেশে সব কিছুতে রাজনীতি ,আজকের রেজাল্টাও রাজনীতিতে মিশা গেছে !
![]()
#গোলাম আজমের পাছার উপর সৌদি আরবের হস্তক্ষেপ করা উচিত। - পাকিস্তান জামায়াতের আমির !
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




