আমরা তখন তৃতীয় বর্ষের ছাত্র।ক্লাশ রুমে ঢুকলাম ক্লাশ করতে। ক্লাশ রুমে তো ক্লাশ করতে ই ঢুকে নাকি? যাই হোক যথারীতি 10 জন শেষ দুই বেনচ দখল করে বসলাম।
স্যার এর জন্য অপেক্ষা। স্যার আসছে না,এতো সময় বসে থেকে সময় নষ্ট করার মতো মানসিকতা নাই। তাই উঠে পাইচারী শুরু করলাম..ডায়াসে উঠে চক নিয়ে বোর্ডে লিখা লিখি শুরু করে দিলাম। তাও ভাল লাগছে না।শিশির জানালার পাশে দাড়ায়ে আছে দেখে চকের টুকরা দিয়া ঢিল ছুড়লাম ওর দিকেই। তার পর বায়িস্তাকে।শিশির কেন হজম করবে ও ঐ টুকরা তুলে নিয়ে আমারে মারলো.।আমি ও আবার দিলাম,. শিশির দ্্বিতীয় বার ছুড়ে মারার পর ওটা গিয়ে লাগলো ঘষা (তার মায়ের উপাধি)তন্ময়ের গায়ে..।বেচারা সব সময় লেট। আজ ও 15 মিন পরে ঢুকে চকের ঢিল খেল..তো সে ও ছুড়ে মারলো..।বায়িস্তা উঠে রবিন রে দিলো..।10 মিনিটে র মধ্যে ক্লাশের 25-30জন এই ছুড়া ছুড়ি শুরু করে দিল...এর মাঝে কেউ পাশের ক্লাশ থেকে গিয়ে চকের বক্স নিয়ে আসলো..... পুরা ক্লাশ এ চক এর টুকরা উড়ে বেড়াচ্ছে এর মাঝে গুটি কয়েক অতিশয় ভদ্্র , যারা ক্লাশে আসে আর যায় তারা বসে রইলো। আজ অনেক দিন পর এই কথা মনে পড়ে গেল। ধন্য বাদ ব্লগ কতৃপক্ষকে....বেশ মজা লাগছে। কেমন যেন চক ছুড়া ছুড়ি খেলা দেখবো আবার মনে হচ্ছে।রহিমের হয়তো কাউকে ব্যান কারার ইচ্ছা নাই, কিন্তু করিম রহিম কে ব্যান করে ফেলছে...তাই রহিম ও করিম কে করে ফেললো..।আমার ভাই কে ব্যান করলো তাই আমি এবং আমার ভাই দুই জন ই তাকে ব্যান করে দিলাম।এমন করে গোটা কয়েক ব্লগ ছাড়া বাকি সব জায়গায় কেউ না কেউ কোন না কোন ভাবে ব্যান হয়ে আছে...
বেশ মজার অংক।করে দেখেন.।কতদিন লাগবে এই অবস্থায় পৌছাতে যে কেউ কারো পোস্টে মন্তব্য করতে পারবে না।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



