১.রাজাকার পুত্র ওয়ামীর মুক্তিযুদ্ধাদের নিয়ে বাজে মন্তব্য করে সেই সময়ের ব্লগকে যে উত্তাল করেছিল তখনকার লেখাগুলো পড়ে আমার যেটি মনে হল এটি সামুর অন্যতম আলোচিত ঘটনা । তখনকার সময় সামু কতৃপক্ষের ভূমিকা কি রাজাকার তোষন নীতির পক্ষে ছিল না বিপক্ষে এই নিয়ে সামুকে দাড় করিয়েছিল চরম বিতর্কে অসংখ্য ব্লগার ব্যান হয়েছিল এই ইস্যুতে ।
২. A টীম গঠন সামুর অন্যতম আরেকটি আলোচিত এবং অবশ্যই ঐতিহাসিক ঘটনা ।ছাগু দুর করতে তারা যে ফাইটিং দিয়েছিল তা অসাধারন ।তারা যে অসাধারন দক্ষতায় মাল্টিনিকগুলো আইডিন্টিফাই করতো তাদের পোষ্টগুলো এখন বসে পড়েও তা উপলদ্ধি করেছি এবং এ টীমের সদস্যরা যে প্রচুর প্রতিভাবান ছিল তা এক কথায় অনস্বীকার্য ।এটীমের একটা বৈশিষ্ট ছিল ছাগু দেখলেই ইচ্ছামত গালি দেওয়া ।এটীমের নেতৃত্বে ছিলেন অমি রহমান পিয়াল ,হাসিব এবং আরও অনেকে।
৩. আরিফ জেবতিকের লেখা ভ্যালরি টেলরকে নিয়ে লেখাটি ছিল সামুর সবচেয়ে আলোচিত ঘটনা ।যা পুরো দেশকে আলোরিত করেছিল । বলা হয়ে থাকে এই একটা লেখা যেমন আরিফ জেবতিক কে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল তেমনি সামুকেও ব্যাপক মানুষের কাছে পরিচিত করেছিল ।
৪. মাইনাস এওয়ার্ড সামুর আরেকটি আলোচিত ঘটনা ।চিকনমিয়ার নেতৃত্ব নাফিস ইফতেখারদের ক্রিটিভিটিটে তৈরি ট্রফিটা প্রথম পেয়েছিল মহামতি ডেনড্রাইট তার সেই লেখাটির শিরোনাম ছিল সম্ভবত ছিল জাফর ইকবাল জাতিকে কি দিয়াছেন ।
৫.মাইনাস বাটন উঠিয়ে দেওয়া ।সামুর আরেকটি আলোচিত কিংবা সমালোচিত ঘটনা ।বলা হয়ে থাকে এটি মত প্রকাশের স্বাধীনতাকে অনেকাংশে বাধাগ্রস্ত করেছে ।কারন ভালোলাগা জানানোর জন্য আলাদা বাটন থাকলে খারাপ লাগা জানানোর জন্য কেন আলাদা বাটন থাকবে না ।
৬. ২০০৮ সালের জানুয়ারি মাসে গনব্যানের প্রতিবাদে ব্লগারদের ব্লগ বিরতি আরেকটি আলোচিত ঘটনা।
৭ ব্লগার রোজলীনের প্রতারনা ব্লগের আরেকটি আলোচিত ঘটনা ।একটি ব্লগার কিভাবে মানবিক আবেদন জানিয়ে প্রতারনা করতে পারেন তার উত্কৃষ্ট উদাহরন এই রোজলীন ।
৮. জাকারিয়া স্যার , নাভানার ইন্জিঃ ,রাশেদ হাসান খান আমার হিসাবে এরা সামুর কিংবদন্তী আলোচিত চরিত্র ।
৯. সামুর নতুন ভার্শনটা ও সামুর আরেকটি আলোচিত ঘটনা ।
১০.সামু কতৃপক্ষ কতৃক সামুর দশজন সেরা ব্লগার নির্বাচিত হওয়াটাও সামুর আরেকটি ব্যাপক আলোচিত ঘটনা।এ নিয়ে তখন সামুতে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দেয়।
১১.এটা অন্যদের কাছে কি জানি না আমার কাছে অবশ্যই অন্যতম ঘটনা সেটা হচ্ছে জিসান শা ইকরাম এর ব্যান এবং আসিফ মহীউদ্দিনকে ব্লগ ছেড়ে যেতে বাধ্য হওটা ।দু জনের ই অতিরিক্ত লাফালাফিটা ফলে যা হওয়ার তাই হয়েছে ।
১২. সামুর ব্যাপারে যদি কেউ কিছু লিখতে চায় তবে অবধারিত ভাবে যে নামটি আসবে সেটা হচ্ছে ফিউশন ফাইভ ।সামুর সবচেয়ে রহস্যময় চরিত্র । এক যদি তার সব লেখা শুধু সামুর কোন ব্লগার পড়ে তাহলে সামুর ইতিহাস তার জানা হয়ে যাবে ।তবে ফিফার সবচেয়ে বড় সমালোচনা হল তিনি নাকি মাঝে মাঝে কালপ্রিটদের পক্ষও নেন ।যেমন পারসোনা প্রসঙ্গ ।
*আমার এই একটা পোষ্ট যেটি সামুতে যতদিন আছি এডিট হতে থাকবে ।কেউ যদি সামুর আলোচিত ঘটনাগুলো বলে সহায়তা করেন তাহলে ভালো লাগবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


