কড়াই-গোশতের নাম শুনে নাই এমন মানুষ মনে হয় ঢাকাতে নাই।
আমি নাম শুনছিলাম( কোন কুক্ষণে যে শুনছিলাম রে মনু)
তাই ঠিক করলাম ভ্যালেন্তাইন্স ডে তে এইবার কড়াই- গোশতে যাব
আমি ধানমণ্ডির খুব কম খাবার দোকানে গেছি। অবশ্য আমেরিকান বার্গার, বিএফসি এই গুলাতে গেসিলাম। তাই দাম মোটামুটি আন্দাজ করসিলাম। যেহেতু চাইনিস খাইতে জাইতেসিনা আর এই সব দোকানে দাম মোটামুটি নাগালে থাকে তাই ভাবসিলাম ৫০০ টাকায় বেশ ভাল ভাবে খাইতে পারব। বিএফসিতে , আমেরিকান বার্গার এ ৪০০ টাকায় ২ জনের বেশ ভাল ভাবে হয়ে গেছিল। তখন বুঝি নাই কি ভুল করতেসি আমি
তো কড়াই গোশতে গেলাম ভালেন্তাইন্স ডেতে । ওয়েটার মেনু আইনা দিল। দাম দেইখা দেখি আমার মাথা ঘুরতেসে।
যেইটাই দেখি সেইটার দামি আকাশ ছোঁয়া।
রাইস, ভেজিটেবল, আর এক টুকরা চিকেন ২৮০ টাকা!!!
বিএফসি তে খাইসি ১৫০ টাকায়, নিউমারকেট এ খাইসি ১৫০ টাকায় আর এই খানে এত দাম। পড়ে চিন্তা করলাম এইগুলা মনে হয় কাপল প্যাকেজ।
হেড ওয়েটাররে ডাইকা জিগাইলাম "এই গুলা কি কাপল প্যাকেজ নাকি?"
হেডু কয়" না । দুইজন খাইলে ২ টা অর্ডার করতে হবে"
আমি ভাবলাম খিচা দোড় দিমু নাকি। পরে ভাবলাম দোড় দিলে আমার আর ভ্যালেনতাইন করা লাগব না।
হিসাব কইরা দেখলাম আমার সর্বমোট ২৮০+২৮০+৫০+৫০ খরচ হয় । ৫০ টাকা ড্রিঙ্ক এর দাম
খাবার আইল
দেখি একটু রাইস, এক চামুচ ভেজিতেবল, আর একটা মুরগির পাঙ্খা!!!!
ভাবসিলাম ৫০ টাকায় কোক তো বেশি পামু
বিশ্বাস করেন সামুর ভাইরা ছুড একগ্লাসে কোক আইল
সাধারণত গ্লাস কোক এর গ্লাস থাকে বড়। কিন্তু এই গ্লাস আমার এক চুমুক এ শেষ হইয়া গেল
কি আর করুম মনের দুখখে মুরগির হাড্ডিই চাবাইলাম
খাওয়া দাওয়ার পর বিল কত হইল কেউ কি কইতে পারবেন???
২৮০+২৮০+৫০+৫০= ৮৩৬ টাকা!!!!
আমি তো অবাক
পরে দেখি মোট বিলের ওপর ১০% ভ্যাট।
আর ১১০ টাকা সার্ভিস চার্জ !!!!
আমি অনেক দোকানেই খাইলাম কিন্তু ১১০ টাকা সার্ভিস চার্জ এই প্রথম দেখলাম।
আমার ভ্যালেন্টাইন হইয়া গেল বালেনতাইন
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১২ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




