এয়ারতেল ইউজ করতেছি অনেক দিন। যদিও গ্রামে গেলে একেবারে নেটওয়ার্ক পাই না। তাও সবার কাছে এইটা পরিচিত নাম্বার দেখে ইউজ করি
গতকাল এয়ারতেল থেকে একটা মেসেজ পাইলাম
"ম্যাজিক বোনাস ৪৯৯ টাকা ঢুকাইলে ১০০০ টাকা বোনাস। ১৫ দিন মেয়াদ"
আমি সাথে সাথে কাস্তমার কেয়ার এ কল দিলাম। তারা কয় ১০০০ টাকা বোনাস। ২৪ ঘন্টা যে কোন নাম্বার এ (এফ এন এফ ছাড়া) কল দেয়ান যাইব।
আমি কনফার্ম হউয়ার জন্য আবার কল দিলাম। ঐ সময় রাত হয়ে গেসিল। তাই জিগাইলাম যে কালকে ভরলে কি হবে নাকি। ৫ মিনিট হোল্ড করার পর কয় হইব। আবার সব কিছু জিগায়ে কনফারম হইলাম।
আমার জন্য ৫০০ টাকা একবারে ফোনে ভরা একটু কষ্ট কর কারণ বিল গেটস নামে আমার কোন মামা নাই। আর কিছু দিন আগে জমানো ৪০০০০ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনছি দেখে হাত একদম খালি। তাও কষ্ট করে জোগাড় করলাম।
আমার ২০০ এক্সট্রা মিনিট ছিল । ২ দিনে খরচ করলাম। আম্মারে দিলাম আত্মীয়দের লগে কথা কইতে।
আমার মাসে ফোনে ৭শ টাকা ভরলেই চলে। চিন্তা করলাম বোনাস দিয়ে ১৫ দিন চালাই। বাকি ৪৯৯ টাকা দিয়ে বাকি ১৫ দিন চালামু।
আজকে কষ্ট কইরা ৪৯৯ টাকা ভরলাম। কিন্তু দেখি টাকা আসে না। দোকান দার কয় টাকা গেছে। বোনাস আসছে ১০০০ টাকা। কিন্তু টাকা আসে না।
আমার তো মাথায় আকাশ ভাইঙ্গা পরল।
সাথে সাথে কাস্টমার কেয়ার এ কল দিলাম।
তারা শুইনা কয় আমার ৫০০ টাকা কাইটা এই বোনাস দিছে।
আমি কইলাম এয়ারতেল এর তো আরও অফার আছে যেমন ৫০ টাকা ভরলে ১৫০% বোনাস। ঐ খানে তো মূল টাকা থাকেই। আর কালকে ২ বার কল দিলাম। তারা তো মূল টাকা কাইটা রাখার কথা কিছু কয় নাই
কাস্তমার কেয়ার থেকে কয় ৫০ টাকার টা তো রিচারজ বোনাস
আমি কইলাম, তাইলে ৪৯৯ টাকার তা কি?
তারা কয় ৪৯৯ টাকার টা ম্যাজিক বোনাস। আপনার ৪৯৯ টাকা কেটে রাখাটাই হল ম্যাজিক !!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




