ফুলবানু খালা আজ আসে নি। হোসেন হাটতে হাটতে, ফুটপাত ঘেষে বসল। রাস্তায় সারাদিনের পড়ে থাকা জঞ্জাল। আজ আর কেউ তা পরিস্কার করতে আসবে না বোধহয়।
- পান খাবি খোকা?
বৃদ্ধা।
- দাও
- কি ভাবছিস?
- কি পেলাম জীবনে?
- বোকা। জীবন কি কেবল প্রাপ্তির?
- জানা নেই, সবাই যে হিসাব মেলায়?
- হিসাব মেলানোর সময় পাস? কতটুকু এ জীবন তোর?
- সীমিত।
- তবে?
- দিন শেষে লাভ লোকসান এর একটা ব্যাপার আছে না?
- ভুল অংক মিলিয়ে চলছিস খোকা।
- তবে?
- এই যে এখন বেচে আছিস এটাই প্রাপ্তি।
- এভাবে তো অনেকেই বেচে থাকে, মরে গিয়েও
- তারা ভুল করে।
- কেন বোঝে না?
- নিজেকে দাড়িপাল্লায় তুলে নিজেকে মাপতে গেলে কি সঠিক মাপ পাবি খোকা? তুই নিজে জানিস তুই কতখানি পরিপূর্ন?
- জানা নেই।
- এই অজানাই জীবনের প্রাপ্তি। কিছু জিনিস অজানাই ভালো। নিজেকে দাড়িপাল্লায় তুলিস না
- মানুষ যে বড্ড আশা করে
- আশা করলে নিরাশা কেও মেনে নিতে হবে। যেমন সকালের পর রাতকেও মেনে নিস।
দূরে ঝাড়ু হাতে সবুজ ভেস্ট পরা একজন কে দেখা যায়, রাস্তার জঞ্জাল পরিস্কার করার জন্য আসছে। আস্তে আস্তে এগিয়ে আসছে।