সিগারেট যখন ফুকতামনা, তখন যেমন তেমন। যখন ফুকতে শুরু করি, এক হাতে নাক ধরে-চিপে... কাশতে কাশতে, ধোয়া গলধ:করত মনে হতো এই জিনিস কেন খায় মানুষ?! তার পর যখন পুরা অভ্যাস দাড়িয়ে গেলো, মনে হতো কি খালাম, কি খালাম!!! এরপর থেকেই দেখছি খালি দাম বাড়ছেই আর বাড়ছেই! ইদানীং স্বাস্থ্যের চে, বেশি টান লাগে পকেটে।
আবারো মনে হয় দাম বাড়বে। বেসরকারি সংস্থা 'উন্নয়ন সমুন্নয়' আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের ওপর আরো বেশি কর আরোপের সুপারিশ করেছে।বেসরকারি সংস্থা 'উন্নয়ন সমুন্নয়' আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের ওপর আরো বেশি কর আরোপের সুপারিশ করেছে।
সমুন্নয়ের বাজেট প্রস্তাবে আতিউর রহমান মূল্যস্ফীতির বর্তমান হার বিবেচনায় রেখে তামাকপণ্যের প্রকৃত মূল্যের কমপক্ষে ৫ শতাংশ বৃদ্ধি ধরে সব ধরনের তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর করের হার ১৫ শতাংশ বৃদ্ধি করার সুপারিশ করেন। খবর বিডি নিউজের।
পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, এ হারে বাড়তি কর আরোপ করা হলে দেশে সিগারেট ও বিড়ির ব্যবহার বছরে ২ হাজার ৫০০ কোটি শলাকা কমতে পারে যা বর্তমানে ব্যবহৃত সিগারেট ও বিড়ির মোট সংখ্যার এক পঞ্চমাংশ।
কি আর করা, সিগারেট নিয়া তো আর অধিকার আন্দোলন করা যায়না! সব নীরবে সহ্য কর্তৈবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




