কি কারণে
অবাধ্যের মতো ক্ষিপ্র হয়েছে অস্থিরতা
যা থামবে না আর
যুদ্ধের মাঝখানে পড়ে যা হারায় নাগরিক
শুধু আহতরা ব্যাথায় কাতরায় খোলা মাঠে রক্তাক্ত
জন্ম অভাব থেকে জন্ম নেয় অসংখ্য আত্মঘাতী রাস্তায় নেমে যা খুঁঝছে
প্রাপ্য দেবে কে....কেউ নয়
শুধু, সেবিকারা ব্যাথা লাঘবের বদলে নিয়ে চলে যায় চেতন
প্রেমিকারা শেষে রাজার ঘরে কেন যায়
সুস্থ অসুস্থ,
মেডিসিন টাকার বিনিময়ে পাওয়া যায়
টাকা দিয়ে তৈরি হবে সমুদ্রে বন্দর
মাটির ওপর নামবে বিমান
শেষ সম্বল ঋণ
শেষ অবলম্বন থ্রি এক্স
স্কুল কলেজে
আহতের সম্বল ধর্মের কম্বল
হাততালি বনাম রেড ওয়াইন
উড়ছে সুপার ফ্ল্যাগ
বাঁচো অথবা মরো
খেয়ালে বা বেখেয়াল
পায়ের নীচে কতো পিপঁড়ে মরে গেলো
তুমি কিচ্ছু জানো না....!
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




