ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলা যায়
এ কথা নিজের সঙ্গে নিজের।
কেউ প্ররোচিত হোক তা চাইছি না
কেউ হবে না কারো মতো-হতেও পারবেনা।
কথা টা যেন-সব জীবনই এক জীবনের মতো,
শান্তি আর সমস্যায় ঘেরা।
আমি দেখেছি শরীরে শরীরে ক্ষুধা বেড়েছে,
অসংখ্যবার শারীরের ঘর্ষণেও
শান্ত হয়ে আসেনি কোনো চেতন।
কারণ আমি জেনেছি
-সব জীবনই এক জীবন
আত্মযন্ত্রণায় ভুগছেও বিস্তর
কামার্ত
যে অবাধ্যের মতো শান্তি হারায়।
আর আমি চাইনি এই দর্শন
স্তব্ধ করে দিক আমার অনুচ্চারিত কথা,
আমি আমার কথা নিয়ে দাঁড়াতে চাই ঐখানে
-যেখানে আমি এসেছি কথা বলতে।
আমি আমার কথা বলতে চাই
বলতে চাই-
এই যুদ্ধ জিতেছি নিজের সঙ্গে।
আমি চাই-শান্ত হয়ে থাকুক হৃদয়
আর আমি জেনেছি
-সব জীবনই এক জীবন...।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




