অচেনা আমি নই
অচেনা আমার গোপন হয়ে থাকা সঙ্কল্প
চেনা এই ধাঁধাঁময় মানুষের রাজত্বে
অচেনা’র মত হতাশায় জড়াই
অচেনা আমি নই
অচেনা আমার অধিচেতনে আটকে থাকা রুদ্ধশ্বাস
অচেনা এই কঠোর বাস্তবিক নিয়ম
অচেনা এই ইহলোক
অচেনা ঐ পরলোক
অচেনা এই শান্তনা
অচেনা এই দূ:খ বোঁধ
অচেনা ভবিষ্যৎ
অচেনা অনেক স্বপ্ন দেখতে থাকা এই আমি
চেনা এই স্রোতের ঢেউ গুলো ক্রমাগত
কেবলি আছড়ে পড়ছে আমার ওপর
এই চেনা আলো চেনা অন্ধকার
চেনা ঐ বোবা চাঁদ
চেনা এই বাতাসের মধ্যে আমিও জেগে উঠেছিলাম
আর দেখলাম সবকিছু একদিন অচেনা হয়ে যায়
অচেনা আমি নই
অচেনা আমার ভিতরে জ্বলতে থাকা
অবাধ্য আগুন
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১১ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




