ওরে পাগল
বায়না টা তোর কিসের ছিল
কি চাই তোর যা তোর নাই
কি আছে তোর যার অভাব নাই।
আয় দুইজনে দৌড় দেই, আলোর কাছে।
আয় দুইজনে বসে রই, চাঁদের সাথে।
আয় দুইজনে ঘুমায়া পড়ি, অন্ধকারে।
আয় দুইজনে মিল্লা গান গাই, সুখের দিনে।
ইচ্ছা মতি, আমিই তোরে ভালবাসি
ওরে পাগল, চায়া দ্যাখ,
তোর দু:খের গল্প ভেসে যায়,
অতীত দিকে।
যায় দিন যায় ভাল যায়,
আয় দিন আয় ভাল আয়।
ওরে পাগল, দে তোর প্রেম বিলায়া দে
কত অভিমান করবি আর।
ইচ্ছা মতি, আমিই তোরে ভালবাসি
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১১ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




