এই গানটা কার লিংকু দেন
“জুতো-জোড়া পরেছো; বোঝা যাচ্ছে দামি।
কী যেন বলে তার নাম? জর্জিও আরমানি!
এক কানেতে কানের রিংটা, নাইকি তার নাম!
কোটটা তোমায় মানিয়েছে ভারি, বেল্টটা লুই ভিটাল!
সবই আছে তোমার সাথে, গাড়িটিও জাগুয়ার।
শুধু নিজেও জানো না, পাও নি মনটি নিজেরই প্রেমিকার!
ভালোবাসা যদি কেনা যেতো, জানি... তুমি তা চাইতে না।
হয়তো, সব আছে বলে তোমার এখন ভালোবাসা লাগে না!
ভালোবাসা শুধু তোমার কাছে বিছানার চুম্বন।
সাথে ব্লু লেবেল টাকিল আর গ্লাসে লেবু দেওয়া লবণ।
পারফিউমে মোড়া তোমার মাথা থেকে পা।
তোমার আসল গন্ধ পাচ্ছে না তাই তোমার প্রেমিকা!
প্রেমিকাও তার দু’চোখ ঢেকেছে মাসকারার রঙে।
তুমিও খোঁজ নি চোখের তারায় ভালোবাসার মানে।
ভাবছো তুমি... এই তো ভালো; এভাবেই চলুক।
কী হবে খুঁজে প্রেমের রঙটা লাল, নীল না হলুদ?”
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



