একটা ছোট্ট সংবাদ ।
ছোট্ট এবং গুরুত্বহীন ।
গুরুত্বহীন তো বটেই, না হলে বাংলাদেশের অধূনা স্মার্ট মিডিয়ার চোখ এড়িয়ে যায় কি করে?
হারামজাদা এরশাদের খোঁজে তার শুয়োরীনি বউ( ক্ষমতায় থাকতে যে নাকি দেশের প্রথম ভদ্্রমহিলা ছিলো এবং প্রতিরোজ নতুন জামদানী পড়তো!) হাসপাতালে, ক্লিনিকে ঘুরে বেড়াচ্ছে... আর টিভি ক্যামেরা তার পেছনে পেছনে ছুটছে!
জয়তু রম্য লীলা ।
জয়তু রঙ্গে ভরা বঙ্গ ভূমি আর চমৎকারা মুলধারার মিডিয়া মুঘল স!
[গাঢ়] এদিকে পার্বত্য চট্রগ্রামের দূর পাহাড়ে নিজভূমি থেকে উচ্ছেদ হয়ে গেছে 750 টি পাহাড়ী পরিবার ।
750 টি পরিবারে কয় হাজার মানুষ ? এই মানুষ গুলো ডিসেম্বরের শীতে রাত কাটাচ্ছে খোলা জঙ্গলে, অধিকাংশেরই খাবার ফুরিয়ে গেছে!
তাদের নিজেদের বসতভিটা লোপাট হয়ে গেছে , কারন ওই ভূমিতে সৈন্যদের গুলি ছোঁড়ার প্রশিক্ষন চলতে হবে ।
[/গাঢ়]
হুঁ হুঁ বাবা! সেনাবাহিনী জাতির গৌরবের ধন, আশা- আকাংখার প্রতীক । সোনাদের বিতর্কিত করা যাবেনা। মানিকদের কাজ নিয়ে কোন প্রশ্ন তোলা যাবেনা ।
আর তা ছাড়া আমরা তো ব্যস্ত আছি গনতন্ত্র ও ভোটাধিকারে সংগ্রামে । কোথায় ক'হাজার মানুষের সর্বনাশ হলো , সময় কোথায় এসব ভাবার?
বসনিয়ায় আবার গনহত্যা হোক, ফিলিস্তিনে বোমা ফুটুক, লেবানন গুঁড়িয়ে দিক ইসরাইল--- আমরা রাজপথ মাতাবো ইনশাল্লাহ !
ধর্মে, ভাষায়, চেহারায়-- যারা আমাদের মতো নয় তাদের নিয়ে ভাবনার সুযোগ কোথায়-- থাকলোই বা তারা, একই লাল-সবুজের ছায়ায়?
[গাঢ়]
কৃতজ্ঞতা [/গাঢ়] wewWwbDR24.Kg
[গাঢ়] প্রাসংগিক দুটো পোষ্ট: : [/গাঢ়]
1। [link|http://www.somewhereinblog.net/Hasan_Murshedblog/post/11244| K
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



